বিভিন্ন পদে কাস্টমসে চাকরি, আবেদন করতে পারবেন যারা
অর্থ মন্ত্রণালয়ের অধীন কাস্টম হাউজ আইসিডি (Dhaka Custom House Recruitment Circular 2021) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ সম্পদ বিভাগে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। বাংলাদেশি নাগরিক হওয়ার সাপেক্ষে প্রার্থীরা আবেদন অনলাইনে আবেদন করতে পারবেন।
২৮ নভেম্বর ২০২১ তারিখে প্রকাশিত সার্কুলার অনুসারে একাধিক পদে মোট ২২ জন লোক নেবে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসারে আবেদন করতে হবে। ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও সিলেট জেলা ব্যতীত সারা বাংলাদেশের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
যেসব পদে নিয়োগ দেবে
পদের নাম : কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ লিখতে জানতে হবে। বেতন : ১২৫০০-৩০২৩০ টাকা।
পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা : ১। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁট-লিপিতে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ লিখতে জানতে হবে। বেতন- ১০২০০-২৪৬৮০ টাকা।
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ থাকতে হবে। বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম : অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা : ৫টি। আবেদন যোগ্যতা : কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় যথাক্রমে ২০ ও ২৫ শব্দ লিখতে পারতে হবে। বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম : টেলিফোন অপারেটর। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস। সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা
পদের নাম : সিপাই। পদের সংখ্যা : ৫টি। আবেদন যোগ্যতা : কমপক্ষে এসএসসি পাস। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি (পুরুষ), ৫ ফুট ২ ইঞ্চি (মহিলা)। বেতন - ৯০০০-২১৮০০ টাকা।
পদের নাম : অফিস সহায়ক। পদের সংখ্যা : ৬টি। আবেদন যোগ্যতা : কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। বেতন : ৮২৫০-২০০১০ টাকা।
পদের নাম : নৈশ প্রহরী। পদের সংখ্যা : ১টি। অষ্টম শ্রেণি পাস ও সু-স্বাস্থ্যের অধিকারী হবে। বেতন : ৮২৫০-২০০১০ টাকা।
বয়সসীমা : প্রার্থীদের বয়স ১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে কমপক্ষে ১৮ বছর এবং ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন www.chicd.teletalk.com.bd এই ঠিকানায়। পদ অনুসারে আবেদন ফি ৫৬ টাকা ও ১১২ টাকা। ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমা : আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত।