বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সহকারী মহাব্যবস্থাপক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)

পদের নাম- সহকারী মহাব্যবস্থাপক (হিসাব, অর্থ ও নিরীক্ষা)

পদের সংখ্যা- ১টি

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- দেশের যেকোনো স্থানে

আবেদন যোগ্যতা

১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসনে (অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স) স্নাতকোত্তর বা সিএ ইন্টার পাস বা সিএ কোর্স সম্পন্ন থাকতে হবে। তবে শিক্ষাজীবনে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।

২। সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতাসহ সরকারি সংস্থা বা কোম্পানিতে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে বাস্তব কাজের অভিজ্ঞতা।

৩। সরকারী বা আধা সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪। আন্তর্জাতিক শ্রমবাজার, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ আইন, কোম্পানি আইনসহ সংশ্লিষ্ট কাজ পরিচালনার সক্ষমতা থাকতে হবে।

৫। বাংলা ও ইংরেজিতে পারদর্শী ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

৬। বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর (১৪ অক্টোবর ২০২১) 

আবেদন যেভাবে

আগ্রহীরা আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ৫ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যয়িত ফটোকপি ও ব্যাংক ড্রাফটসহ ব্যবস্থাপনা পরিচালক, বোয়েসেল, প্রবাসী কল্যাণ ভবন, (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে।

আবেদন ফি

৫০০ টাকা

আবেদনের শেষ তারিখ

৯ নভেম্বর ২০২১

বেতন ও অন্যান্য সুবিধা

১। বেতন- ২৯,০০০- ৬৩,৪১০ টাকা

২। প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।