শুক্রবারের নিয়োগ পরীক্ষা নেবে না কর্ম কমিশন
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন ক্রাফট ইন্সট্রাক্টর পদের নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়। আগামী শুক্রবার (৮ আগস্ট) এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই দিন একাধিক পরীক্ষার সূচি প্রকাশিত হওয়ায় কর্ম কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
নন ক্যাডার পরীক্ষা নিয়ন্ত্রক মো: নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুসারে ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট (বৃহস্পতিবার)। এদিন বিকাল ৩টা নিয়োগ পরীক্ষা শুরু হবে। চলবে এক ঘণ্টা ব্যাপী।
পরীক্ষা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে। এদিন ১৩৪০ জন প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১ঘণ্টা আগে হলে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।
প্রশ্নপত্রের সেট হবে চারটি। প্রতি সেট প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন রঙ্গে মুদ্রিত হবে।