মেট্রো রেলে চাকরি করতে চান? আবেদন করবেন যেভাবে
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে মেট্রো রেল সম্প্রতি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। এতে নেওয়া হবে ১৩০ জন। আবেদন করতে হবে ডাকযোগে। ৩১ আগস্ট, ২০২১ পর্যন্ত করা যাবে আবেদন।
প্রথমেই আবেদনকারীকে http://dmtcl.gov.bd/ এই ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর নির্দিষ্ট তথ্য পূরণ করে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল ১৪,৭১-৭২ পুরানা এ্যালিফেন্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ এই ঠিকানায়। এর আগে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। চলুন ধারাবাহিক ভাবে জেনে নিই সেসব-
বিজ্ঞাপন
১। আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে;
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙ্গিন ছবি।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
২। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি জমা দিতে হবে-
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- প্রার্থীর নিজ এলাকার স্থানীয় পরিষদ প্রধান (যেমন: সিটি করপোরেশন মেয়র বা কাউন্সিলর, পৌরসভার মেয়র বা কমিশনার অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানার সনদপত্র।
৩। পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে সোনালী ব্যাংকের যে কোন শাখায়। এরপর পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
৪। একজন প্রার্থী কেবল মাত্র একটি পদে আবেদন করতে পারবেন।
৫। খামের উপর বাম দিকে গ্রুপের নাম, পোস্ট আইডেন্টিফিকেশন নম্বর ও নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর উল্লেখ করতে হবে।
৬। সরকারী/আধা-সরকারী/ কোম্পানি বা প্রকল্পে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৮। হাতে হাতে কোনও দরখাস্ত দাখিল করা যাবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৯। প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯/ ৪ ইঞ্চি সাইজের খামের উপরে লিখে বা টাইপ করে তাতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকেট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।