কাস্টমসের ২২ পদে জনবল নিবে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কমলাপুর আইসিডি কাস্টম হাউসের ২২টি পদে জনবল নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৩ জুন) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব মো. আহসান হাবিবের স্বাক্ষর করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
সাতটি ক্যাটাগরিতে শূন্য পদে জনবল নিয়োগের জন্য শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। যেসব পদে নিয়োগ দেওয়া হবে সেগুলো হচ্ছে- কম্পিউটার অপারেটর পদে দুইজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজন, ডাটা-এন্ট্রি অপারেটর পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন, টেলিফোন অপারেটর পদে একজন, সিপাই পদে পাঁচজন, অফিস সহায়ক পদে ছয়জন এবং নৈশ প্রহরী পদে একজন।
বিজ্ঞাপন
আদেশে বলা হয়েছে, ঢাকার কমলাপুর আইসিডি কাস্টম হাউসের সাংগঠনিক কাঠামোভুক্ত ১১ থেকে ২০ গ্রেডভুক্ত বেতন স্কেলে শূন্যপদে সরাসরি নিয়োগযোগ্য জনবল নিয়োগের ছাড়পত্র প্রদান করা হয়েছে।
এতে শূন্যপদে জনবল নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ছাড় করা পদগুলো পূরণ করার ক্ষেত্রে নিয়োগবিধি, শূন্যপদ পূরণ সংক্রান্ত বিষয়ে সরকারে অপরাপর যাবতীয় বিধি-বিধান ও আদেশ যথাযথভাবে অনুসরণ করা, অর্গানোগ্রাম ও পদ সৃষ্টির আদেশে পদনাম অনুযায়ী অনুমোদিত নিজস্ব নিয়োগবিধি অনুসরণ করা, পদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র আবশ্যিকভাবে পালন করা, নিয়োগের ক্ষেত্রে আদেশের প্রতিটি শর্ত অনুসরণ করা ইত্যাদি।
আরএম/এমএইচএস