নারী উদ্যোক্তদের বিনামূল্যে প্রশিক্ষণ, থাকছে দৈনিক ভাতা
সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে নারী উদ্যোক্তা তৈরি ও উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনা মূল্যে প্রশিক্ষণ কোর্স করানো হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর, বগুড়া, রংপুর ও রাজশাহী জেলার নারী প্রার্থীরা এ প্রশিক্ষণ গ্রহণের হন্য আবেদন করতে পারবেন।
যেসব কোর্স করানো হবে
বিজ্ঞাপন
১। বিউটিফিকেশন ও উদ্যোক্তা
২। ফ্যাশন ডিজাইন
৩। পণ্য ও উদ্যোক্তা উন্নয়ন
৪। খাদ্য ও পানীয় প্রস্তুতকরণ এবং উদ্যোক্তা উন্নয়ন
৫। মোবাইল ফোন সেবা ও উদ্যোক্তা উন্নয়ন।
আবেদনের যোগ্যতা
১। কমপক্ষে এসএসসি পাস।
২। সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের নারী ।
৩। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট ব্যবসা করতে আগ্রহ থাকতে হবে।
৪। একজন প্রার্থী একটি কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
৫। যেহেতু প্রশিক্ষণ কোর্সগুলো অনাবাসিক, সেহেতু যারা নিয়মিত এবং সময়মতো, অর্থাৎ পুরো মেয়াদে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকতে পারবেন, শুধু তারাই আবেদন করতে পারবেন।
৬। প্রশিক্ষণের জন্য প্রার্থী বাছাই, কোর্সে অংশগ্রহণের সময়সূচি নির্ধারণ ও অন্য সব বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সুযোগ সুবিধা
১। কোর্সগুলো সম্পূর্ণ বিনা মূল্যে।
২। প্রশিক্ষণার্থীদের কমপক্ষে ৮০ শতাংশ উপস্থিত থাকতে হবে।
৩। প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে এককালীন দৈনিক যাতায়াত বাবদ ১০০ টাকা ও টিফিন বাবদ ৫০ টাকা প্রদান করা হবে।
৪। প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হবে।
৫। কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন বা কর্মসংস্থানের সহায়তা করা হবে।
৪। কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন ও প্রসারে ব্যাংকঋণ প্রাপ্তিতে সহযোগিতা করা হবে।
আবেদন যেভাবে
এসব কোর্সে আগ্রহী নারী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রশিক্ষণকেন্দ্র অথবা সেইপ-বিডব্লিউসিসিআই কার্যালয় [বাড়ি নম্বর ২ (তৃতীয় তলা), রোড নম্বর ২৩/ সি, গুলশান-১, ঢাকা ১২১২] থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে ১৯ জুনের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে আবেদন জমা দিতে হবে।