৪০০ জনকে নিয়োগ দিচ্ছে বেসরকারী সংস্থা, পাবেন আবাসন ঋণ
বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রম বাস্তবায়নে ক্রেডিট অফিসার (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) পদে ৪০০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৯ হাজার ৮৮৪ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে আরআরএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম: রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)
পদের নাম: ক্রেডিট অফিসার
বিভাগ: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম
লোকবল নিয়োগ: ৪০০ জন
বিজ্ঞাপন
আরও পড়ুন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
চাকরির দায়িত্বসমূহঃ
- মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগীতা করা।
- বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রনয়ন বা বাস্তবায়নের কাজ করা।
- সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা।
- কম্পিউটার পরিচালনা করতে পারা।
- সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
- সভা, সেমিনার পরিচালনার দক্ষতা থাকতে হবে।
- শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ি কাজ করতে হবে।
বেতন ও ভাতাঃ
শিক্ষানবিশকালে বেতন : ২৭,৩০০/- টাকা।
স্থায়ীকরণের পর বেতন : ২৯,৮৮৪/- টাকা।
উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স এলাউন্স, ইনসেনটিভ, সিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে।
সুযোগ-সুবিধাসমূহঃ
- সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।
- সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০%) প্রদান করা হবে।
- সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে - ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ৪০%, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চট্রগ্রাম জেলার সকল শাখা ৩০% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ২০%।
- কর্মস্থলে আবাসন সুবিধা ও আবাসন ভাতা, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যান তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে।
- আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে।
- সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে।
- সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুনগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে।
- বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২৪