এসএসসি পাসে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ

বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এমওডিসি এয়ার  পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ বিমান বাহিনী

পদের নাম- এমওডিসি এয়ার

পদের সংখ্যা- নির্ধারিত না

কাজের ধরন- পূর্ণকালীন

আবেদন যোগ্যতা

১। এসএসসি/সমমান পাস।

২। নাগরিকত্ব : বাংলাদেশী (পুরুষ)।

৩। বয়স : ১৬ হতে ২১ বছর (৩৩ অক্টোবর ২০২১ তারিখে)।

৪। উচ্চতা : কমপক্ষে ৫-৬' (১৬৭.৬৪ সেমি)।

৫। বুকের মাপ : স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ: ২ ইঞ্চি।

৬। ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী ।

৭। চোখ : ৬৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন।

৮। বৈবাহিক অবস্থা : অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।

আবেদন যেভাবে

আগ্রহীরা এই ঠিকানায় https://joinairforce.baf.mil.bd/  আবেদন করতে পারবেন।

আবেদনের সময়

২ মে ২০২১ থেকে শুরু হয়ে চলবে ৮ মে ২০২১ পর্যন্ত।

বেতন ও সুযোগ সুবিধা

১। প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০/-।

২। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রদান করা হবে।

৩। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা থাকছে।