ফাইল ছবি

সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রামে (সিপ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থাটিতে একটি পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা দেশের ৬টি জেলায় নিয়োগ পাবেন।

এক নজরে সিপ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম
ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রামে (সিপ)
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৪ আগস্ট ২০২৩
পদ ও লোকবল
১টি ও ৫০ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অফলাইন/ই-মেইল
আবেদন শুরুর তারিখ
১৪ আগস্ট ২০২৩
আবেদনের শেষ তারিখ
২৮ আগস্ট ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার। পদ সংখ্যা: ৫০টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ স্নাতক পাশ অথবা ডিগ্রি পাশ।

কাজের ধরন: সংস্থা কর্তৃক নির্ধারিত।

চাকরির ধরন: পূর্ণকালীন।

নিয়োগের স্থান: গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ।

অভিজ্ঞতা: উল্লেখ নেই/প্রয়োজন নেই।

বেতন: ৬ মাস শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার পে-স্কেল মোতাবেক মোট হবে ২৭,০০০ টাকা।

সুযোগ সুবিধা: চাকরি স্থায়ীকরণের পর বেতনের অতিরিক্ত হিসেবে ৬০ টাকা (প্রতি কার্যদিবসে) খাদ্য ভাতা প্রাপ্য হবেন, এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। সাপ্তাহিক ছুটি দু’দিন (শুক্র ও শনি)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদ (যদি থাকে) এবং ২কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘‘বরাবর, পরিচালক (মানব সম্পদ বিভাগ) সোশ্যাল এন্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ বাসা #৫, রোড #৪, ব্লক #এ, সেকশন #১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা-১২১৬’’।

অথবা, আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মেইল ও মোবাইল নম্বরসহ) এই seephrd.cv@gmail.com মেইল ঠিকানায়ও পাঠানো যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট, ২০২৩।