পৌরসভা কার্যালয়ে ১০ জনের চাকরি, এইচএসসি পাসে আবেদন
জয়পুরহাট পৌরসভা কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কার্যালয়টির ১০টি শূন্যপদে পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদের শর্ত অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও অনার্স পাস শিক্ষার্থীরা এসব পদের জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
এক নজরে পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পদের নাম: উচ্চমান সহকারী। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী হিসাবে ৩ বছরের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০ টাকা)।
পদের নাম: হিসাব রক্ষক। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস। হিসাব রক্ষণ কাজে ন্যূনতম ০২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০ টাকা)।
পদের নাম: সহকারী কর আদায়কারী। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস।
বেতন: গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০ টাকা)।
পদের নাম: সহকারী লাইসেন্স পরিদর্শক। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। অথবা সমমানের শিক্ষাগত সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবে।
বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)।
পদের নাম: সার্ভেয়ার/ওভারশিয়ার। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভেয়ারশীপ অথবা সাব-ওভারশীপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০ টাকা)।
পদের নাম: জীপ চালক। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি পাস। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স ধারী এবং ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)।
পদের নাম: পাম্প চালক। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজের ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকরে হবে। সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)।
পদের নাম: মিস্ত্রি (পানি সরবরাহ)। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজের ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকরে হবে। সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)।
পদের নাম: বিদ্যুৎ মিস্ত্রি। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতসহ সংশ্লিষ্ট কোর্সে বি-সেকশান লাইসেন্সধারী হতে হবে।
বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)।
পদের নাম: প্রহরী। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। সুঠাম দেহের অধিকারী হতে হবে।
বয়সসীমা: ১৭ আগস্ট তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কেবল মাত্র বীর মুক্তিযোদ্ধার সন্তান/ সন্তানের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর গ্রহণযোগ্য হবে।
আবেদন পদ্ধতি: আবেদনে স্পষ্ট অক্ষরে প্রার্থীর নাম বাংলায়, ইংরেজিতে (বড় অক্ষরে), পিতা/ স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, জাতীয় পরিচয়পত্র নম্বর, অভিজ্ঞতা (যদি থাকে), মোবাইল নম্বর, বীর মুক্তিযোদ্ধার সন্তান/ সন্তানদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী বিষয়ক তথ্য (যদি থাকে), ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আগ্রহী প্রার্থীকে ‘‘মেয়র, জয়পুরহাট পৌরসভা, জয়পুরহাট’’ বরাবর অফিস চলাকালীন সময়ে (বিকাল ০৪.০০) ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে।
আবেদন ফি: ক্রমিক নং-০১ থেকে ০৫ পর্যন্ত ৫০০ টাকা এবং ০৬ থেকে ১০ পর্যন্ত ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/ প্রে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন পত্র সম্বলিত খামের উপরে অবশ্যই পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ আগস্ট, ২০২৩।