ফাইল ছবি

বেসরকারি ক্ষুদ্রঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান সোসিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন (সেবা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে ৬৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠানোর অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

এক নজরে সেবায় চাকরি

প্রতিষ্ঠানের নাম
সোসিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন (সেবা)
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১৭ জুলাই ২০২৩
পদ ও লোকবল
৭টি ও ৬৬৩ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
ডাকযোগে
আবেদন শুরুর তারিখ
১৮ জুলাই ২০২৩
আবেদনের শেষ তারিখ
১৪ আগস্ট ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

পদের নাম: জোনাল ম্যানেজার (পুরুষ)। পদ সংখ্যা: ৩৩টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইক্রোক্রেডিটে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।

বেতন: ৫৫,০০০ টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৬৫,০০০ টাকা। (জ্বালানি ও খাবার বিল অন্তর্ভুক্ত)।

পদের নাম: এরিয়া ম্যানেজার (পুরুষ)। পদ সংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রিধারীদের স্ব-পদে ৩ বছর ও স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রোক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর। 

বেতন: ৪৫,০০০ টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৫৩,০০০ টাকা। (জ্বালানি ও খাবার বিল অন্তর্ভুক্ত)।

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (পুরুষ)। পদ সংখ্যা: ৫০টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: স্নাতকদের ক্ষেত্রে স্ব- পদে এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রোক্রেডিট-এ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর। 

বেতন: ৩৪,০০০ টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৪২,০০০ টাকা। (জ্বালানি বিল অন্তর্ভুক্ত)।

পদের নাম: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (পুরুষ)। পদ সংখ্যা ৫০টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। অভিজ্ঞতা : স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিট-এ ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। 

বেতন: ২৫,২৫০ টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৩১, ৫০০ টাকা। (জ্বালানি বিল অন্তর্ভুক্ত)।

পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট (পুরুষ)। পদ সংখ্যা: ১০০টি। শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। 

বেতন: ২২,২৫০ টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে ২৭,৭৫০ টাকা। (জ্বালানি বিল অন্তর্ভুক্ত।

পদের নাম: কমিউনিটি ম্যানেজার-A (মাঠকর্মী) (পুরুষ/মহিলা)। পদ সংখ্যা ২০০টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। স্নাতকদের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২২-৩৫ বছর। 

বেতন: ২২,২৫০ টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে ২৭,৭৫০ টাকা। (ক্রেডিট ভাতা ও জ্বালানি বিল অন্তর্ভুক্ত)।

পদের নাম: ম্যানেজার-B (মাঠকর্মী) (পুরুষ/মহিলা)। পদ সংখ্যা ২৫০টি। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/স্নাতক। এইচএসসি পাশদের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২২-৩৫ বছর। 

বেতন: ২১,৭৫০ টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে ২৭,১০০ টাকা। (ক্রেডিট ভাতা ও জ্বালানি বিল অন্তর্ভুক্ত)।

আবেদনযোগ্য জেলা: ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা জেলার প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা ও ফি: সকল পদের মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট, ই-মেইল ব্রাউজিং জানা আবশ্যক। পরীক্ষায় মনোনীত হলে ৫০০ টাকা (অফেরতযোগ্য) ফি জমা দিয়ে ০১ (এক) দিনের পিএসও ট্রেনিং করতে হবে। পিএসও করার পরও কোনো মনোনীত স্টাফের তথ্যে গরমিল হলে তার প্রার্থিতা স্থগিত/বাতিল হতে পারে।

ফেরতযোগ্য জামানত: ১ ও ২ নং পদের ক্ষেত্রে ২০,০০০ টাকা, ৩ নং পদের ক্ষেত্রে ১৫,০০০ টাকা এবং ৪, ৫, ৬ ও ৭ নং পদের ক্ষেত্রে ১০,০০০ টাকা চাকরিতে যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক। যা চাকরি শেষে ফেরতযোগ্য। দরখাস্তে ২টি সচল মোবাইল নম্বর দিতে হবে। সকল পদের ক্ষেত্রে ২জন প্রকৃত জামিনদাতাসহ প্রার্থীকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে।

শিক্ষানবিশকালের মেয়াদ ও শর্ত: ৫, ৬ ও ৭ নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের ১ মাস প্রশিক্ষণকাল ধরা হবে। ১, ২, ৩, ৪ এবং ৫ নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকাতে হবে।

সুযোগ-সুবিধা: শিক্ষানবিশকাল ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণসহ বছরে ৩টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধাসহ অন্যান্য ছুটির সুবিধা, মোবাইল বিল, দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, লাঞ্চ ভাতা, মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত, ট্রাভেলিং ও ডেইলি অ্যালাউন্স, বাৎসরিক ইনক্রিমেন্ট ও বোনাস প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি: প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা ৩ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ ও অভিজ্ঞতার সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: সেবা সংস্থার নিকটস্থ যেকোনো শাখায় দরখাস্ত জমা দেওয়া যাবে। ই-মেইলেও আবেদন করা যাবে। ই-মেইল: seba.career@gmail.com। অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২৩।