ফাইল ছবি

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কার্যালয়টিতে অস্থায়ীভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের ডাকযোগে/সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

এক নজরে উপজেলা পর্যায়ে ইমাম-মুয়াজ্জিন পদে চাকরি

প্রতিষ্ঠানের নাম
নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, কুমিল্লা
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১০ জুলাই ২০২৩
পদ ও লোকবল
৩টি ও ৪ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
ডাকযোগে/সরাসরি
আবেদন শুরুর তারিখ
১০ জুলাই ২০২৩
আবেদনের শেষ তারিখ
২৫ জুলাই ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

পদের নাম: পেশ ইমাম। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রি/দাওরায়ে হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

হাফেজে কোরআন ও ইলমে ক্বিরাত-এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত হাফেজে কোরআন অগ্রাধিকার পাবেন। আরবিতে কথা বলা ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন: ১৫,০০০ টাকা।

পদের নাম: মুয়াজ্জিন। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজে কোরআন ও ইলমে ক্বিরাত-এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ১০,০০০ টাকা।

পদের নাম: খাদিম। পদ সংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী হতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদিম হিসেবে ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৭,৫০০ টাকা।

শর্ত: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদনপত্রে প্রার্থীকে (ক) নাম (খ) পিতার নাম (গ) স্থায়ী ঠিকানা (ঘ) বর্তমান ঠিকানা (ঙ) জন্ম তারিখ (চ) জাতীয়তা (ছ) শিক্ষাগত যোগ্যতা এবং (জ) অভিজ্ঞতা উল্লেখপূর্বক স্ব-হস্তে সাদা কাগজে আবেদন করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার, নাঙ্গলকোট উপজেলা, কুমিল্লা বরাবর অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/সরাসরি দরখাস্ত পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিজনিত ও বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। খামের উপরে পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই, ২০২৩।