ফাইল ছবি

পিকেএসএফের অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৫ পদে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে/ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

এক নজরে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি

প্রতিষ্ঠানের নাম
পল্লী বিকাশ কেন্দ্র
চাকরির ধরন
প্রকাশের তারিখ
১১ জুলাই ২০২৩
পদ ও লোক সংখ্যা
৫টি পদ ও ১৫৫ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
ডাক/ই-মেইল
আবেদন শুরুর তারিখ
১১ জুলাই ২০২৩
আবেদনের শেষ তারিখ
৩১ জুলাই ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

পদের নাম: এলাকা ব্যবস্থাপক। পদ সংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগসহ স্নাতকোত্তর (বাণিজ্য বিভাগ অগ্রাধিকারযোগ্য) পাস হতে হবে। এলাকা ব্যবস্থাপক হিসেবে ক্ষুদ্রঋণ ও এসএমই কার্যক্রমে জাতীয় পর্যায়ের এনজিওতে কমপক্ষে ৫/৭টি শাখা পরিচালনা করার ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৬ মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে ৩৮,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৪২,০০০ টাকা।

বয়সসীমা: ৪৫ বছর।

পদের নাম: শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)। পদ সংখ্যা: ২৫টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগসহ স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। শাখা ব্যবস্থাপক পদে জাতীয় পর্যায়ের এনজিওতে কমপক্ষে ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৬ মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে ৩২,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৩৪,০০০ টাকা।

বয়সসীমা: ৪০ বছর।

পদের নাম: এন্টারপ্রাইজ অফিসার। পদ সংখ্যা: ২৫টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/ জিপিএ-৩ সহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর (বাণিজ্য বিভাগ অগ্রাধিকারযোগ্য) পাস হতে হবে। এনজিওতে অগ্রসর ঋণ কার্যক্রমে কমপক্ষে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৬ মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে ২৬,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ২৮,০০০ টাকা।

বয়সসীমা: ৩৪ বছর।

পদের নাম: হিসাবরক্ষক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)। পদ সংখ্যা: ২৫টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগসহ বিকম/ এমকম/ | বিবিএস/এমবিএস (ফিন্যান্স/হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা) পাস হতে হবে।

বেতন: ৬ মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে ২৩,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ২৫,০০০ টাকা।

বয়সসীমা: ৩২ বছর।

পদের নাম: ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)। পদ সংখ্যা: ৭০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/ জিপিএ-৩ সহ স্নাতক পাস হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: ৬ মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে ২২,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ২৪,০০০ টাকা।

বয়সসীমা: ৩২ বছর।

প্রার্থীদের কর্ম এলাকা: কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পর্যায়ে।

আবেদনের শর্তাবলি: ১, ২ ও ৩নং পদের জন্য কম্পিউটার ও মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৫নং পদের প্রার্থীদের বাইসাইকেল/মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সকল পদের প্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

হিসাবরক্ষক ও ফিল্ড অফিসার (৪ ও ৫নং পদ-যাদের অভিজ্ঞতা নাই) পদের প্রার্থীদের বেলায় প্রাথমিক নির্বাচনের পর পল্লী বিকাশ কেন্দ্রের শাখা অফিসে কমপক্ষে ১ মাস হাতে-কলমে প্রশিক্ষণ নিতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থীদের শাখা অফিসে হিসাবরক্ষক/ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। হিসাবরক্ষক/ফিল্ড অফিসার (৪ ও ৫নং পদ- যাদের অভিজ্ঞতা নাই) পদের প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণকালীন সময়ের জন্য ৫,০০০ টাকা এককালীন ভাতা প্রদান করা হবে।

ফেরতযোগ্য জামানত: এলাকা ব্যবস্থাপক/শাখা ব্যবস্থাপক-২০,০০০ টাকা। এন্টারপ্রাইজ অফিসার/হিসাবরক্ষক ১৫,০০০ টাকা। ফিল্ড অফিসার-১২,০০০ টাকা। (চাকরিতে যোগদানের সময়)।

সুযোগ-সুবিধা: সকল পদের প্রার্থীদের ৬ মাস সফলভাবে প্রবেশনকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে এবং বছরে ৩টি উৎসব ভাতা, মোটরসাইকেল ভাতা, মোবাইল বিল এবং প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি ও বিভিন্ন ইনসেনটিভ সুবিধার অন্তর্ভুক্ত হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদেরকে স্ব স্ব পদে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি, অভিজ্ঞ কর্মীদের ক্ষেত্রে সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাঠাতে হবে। ঠিকানা: ‘‘প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়ার্সী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।’’ ই-মেইল: pbkhrd123@gmail.com.

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৩।