ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক নন-ক্যাডার পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ১ হাজার ৬৫৪ জন কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক নজরে পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
চাকরির ধরন সরকারি চাকরি
প্রকাশের তারিখ ২৬ জুন ২০২৩
পদ সংখ্যা ১৬৫৪টি
প্রকাশ্য সূত্র ঢাকা পোস্ট জবস
আবেদন করার মাধ্যম অনলাইন
আবেদন শুরুর তারিখ ২৬ জুন ২০২৩
আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
http://www.bpsc.gov.bd/
আবেদন করার লিংক অফিশিয়াল নোটিশের নিচে

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১ হাজার ৬৫৪ জন কর্মকর্তার মধ্যে ৫০টি নবম গ্রেড, ১ হাজার ৪২৮টি দশম গ্রেড ও বাকি ১৭৬ পদ ১২তম গ্রেডের। সবচেয়ে বেশি নেওয়া হবে স্থানীয় সরকার অধিদপ্তরে ৬৫৬ জন উপসহকারী প্রকৌশলী। এরপর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ৪০১ জন মিডওয়াইফ; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার পদে ১৭৬ জন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা-থানা শিক্ষা অফিসার পদে (এটিইও) ১৫৯ জন।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৯৪টি স্থায়ী-অস্থায়ী পদে ব্যক্তিগত কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৫০টি পদে ব্যক্তিগত কর্মকর্তা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৪১ জন শ্রম পরিদর্শক (সেফটি)।

এ ছাড়া আরও কিছু ক্যাটাগরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে। সেগুলো হলো- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে নেওয়া হবে ৬ জন সহকারী প্রকৌশলী (ইলেকট্টক্যাল); ৬ জন সহকারী প্রকৌশলী (ইলেকট্রনিকস); ৭ জন সহকারী প্রকৌশলী (এক্স-রে); পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২ জন সুপারিটেনডেন্ট; ডাক অধিদপ্তরে একজন গ্রাফিক ডিজাইনার ও বাংলাদেশ টেলিভিশনে সাতজন উপসহকারী প্রকৌশলী।

ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে নেওয়া হবে একজন হোষ্টেল সুপার; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন হার্ডওয়্যার টেকনিশিয়ান; প্রধান বিদ্যুৎ পরিদর্শকের অধিদপ্তরে ১৪ জন সহকারী বিদ্যুৎ পরিদর্শক; রাষ্ট্রপতির কার্যালয়ে একজন সহকারী প্রটোকল অফিসার; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন শারীরিক শিক্ষা কলেজে ১০ জন প্রভাষক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরে ১০ জন সহকারী স্থপতি নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: পদ অনুযায়ী আবেদন যোগ্যতা ভিন্ন ভিন্ন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করা যাবে। একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা নিবন্ধন ফি জমা দিতে হবে।

বেতন: গ্রেড-৯ (২২০০০-৫৩০৬০ টাকা। গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০ টাকা) এবং গ্রেড-১২ (১১৩০০-২৭৩০০ টাকা)।

আবেদন পদ্ধতি: http://bpsc.teletalk.com.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের পদের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা ও ১২তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৩।