ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৫২টি পদে ৫৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: কনসালট্যান্ট। পদ সংখ্যা: ৯৬টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা সমমান ডিগ্রি। নির্দিষ্ট বিষয়ে এমডি বা এমএস, এফিসিপিএস, সিসিএম, ডিএমআরটি/ডিএমআরডি/ডিএমপিএম/এমপিল অথবা সমমানের সমমানের ক্লিনিক্যাল পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি। এই পোস্টগ্র্যাজুয়েট যোগ্যতা অবশ্যই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে।

বেতন: গ্রেড-৬ (৩৫৫০০-৬৭০১০ টাকা)

পদের নাম: মেডিকেল অফিসার (মেডিসিন, সার্জারি, গাইনী, অর্থোপেডিক্স)। পদ সংখ্যা: ৬০টি। শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা সমমান ডিগ্রি। বিএমডিসি কর্তৃক স্থায়ী রেজিস্ট্রেশন প্রাপ্ত। বিভাগীয় প্রার্থী ও বিএসএমএমইউ থেকে প্রাপ্ত পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: গ্রেড-৯ (২২০০০-৫৩০৬০ টাকা)

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স। পদ সংখ্যা: ২২৫টি। শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)।

বেতন: গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০ টাকা)

এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ১ জন, অতিরিক্ত পরিচালক (অর্থ) পদে ১ জন, পরিচালক (আইটি) পদে ১ জন, পারফিউশনিস্ট পদে ১ জন, চীপ শেফ পদে ১ জন, ইকোল্যাব টেকনিশিয়ান পদে ১ জন,  ইলেকট্রোফিজিওলোজি টেকনিশিয়ান পদে ১ জন, ইটিটি টেকনিশিয়ান পদে ১ জন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট পদে ২ জন, উপ-সহকারী প্রকৌশলী (বায়োমেডিকেল) পদে ১ জন, সহকারী শেফ পদে ৪ জন, কম্পিউটার অপারেটর পদে ১ জন, রেসপিরেটরি থেরাপিস্ট পদে ২ জন, মেডিকেল টেকনোলজিস্ট পদে ২ জন, হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান পদে ২ জন, ল্যাব টেকনিশিয়ান পদে ২ জন, অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জন, সহকারী কম্পিউটার অপারেটর পদে ১ জন, সহাকারী স্টুয়ার্ড পদে ৯ জন;

টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং পদে ৭ জন, ইসিজি টেকনিশিয়ান পদে ৩ জন, পেস মেকার টেকনিশিয়ান পদে ১ জন, এন্ডোস্কপি ও কোলনস্কপি সহকারী পদে ২ জন, প্যাশেন্ট সার্ভিস ম্যানেজার পদে ১ জন, লিফজ অপারেটর পদে ০৬ জন, ওটি টেকনিশিয়ান পদে ১২ জন, ক্যাথল্যাব সহরকারী পদে ২ জন, ইমেজিং সহকারী পদে ৪ জন, ড্রাইভার পদে ৬ জন, ইকো ল্যাব এটেনডেন্ট পদে ২ জন, ল্যাব এটেনডেন্ট পদে ৪ জন, এমএলএসএস পদে ১৫ জন, পেশেন্ট কেয়ার এটেনডেন্ট (ওয়ার্ড বয়) পদে ২০ জন;

ইআরসিপি সহকারী (ওটি বয়) পদে ১ জন, আলট্রাসনোগাইডেট প্রসিডিউর সহকারী (ওটি বয়) পদে ১ জন, ভাসকুলার ল্যাব সহকারী (ওটি বয়) পদে ১ জন, ওটি বয় পদে ৫ জন, সহকারী নিউটিশনিস্ট পদে ৩ জন, চিলার অপারেটর পদে ৪ জন, বয়লার অপারেটর পদে ৩ জন, প্লাম্বার পদে ১ জন, কাঠ মিস্ত্রি পদে ১ জন, সাবস্টেশন এ্যাটেনডেন্ট পদে ১ জন, দর্জি পদে ২ জন, টেকনিশিয়ান (আইটি) পদে ৩ জন, টেকনিশিয়ান (মেডিকেল গ্যাস) পদে ৩ জন, অপারেটর (সিএসএসডি) পদে ৪ জন, মালী পদে ২ জন ও ধোপা পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

বয়সসীমা: ১, ২, ৪, ৫, ৬, ৮ ও ১২নং পদ ছাড়া বাকি সবগুলো পদের জন্য সাধারণ প্রার্থীদের বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। আর মুক্তিযোদ্ধা পোষ্য ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর। প্রথম দিকের পদগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা রাখা হয়নি।

আবেদন পদ্ধতি: http://bsmmu.ac.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই, ২০২৩।