১ লাখ ২২ হাজার বেতনে বিদেশি এনজিওতে চাকরি
বিদেশি এনজিও সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।
পদের নাম: গ্র্যাজুয়েশন টেকনিক্যাল সাপোর্ট কো-অর্ডিনেটর (হেলথ, হাইজিন, নিউট্রিশন অ্যান্ড সাইকোসোশ্যাল কাউন্সেলিং)। পদ সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: নিউট্রিশন বা সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে সাইকোসোশ্যাল কাউন্সেলিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রফেশনাল/ টেকনিক্যাল ট্রেনিং থাকতে হবে।
বিজ্ঞাপন
জাতীয়/ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা জাতিসংঘের কোনো এজেন্সিতে সমপদে অন্তত ছয় বছরের (নারীদের জন্য চার বছর) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কর্মীদের সক্ষমতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, পুষ্টি ও মনোসামাজিক কাউন্সেলিং সেশনের প্রশিক্ষণের সামগ্রী, মডিউল তৈরিতে অভিজ্ঞ হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৬০ বছর।
বেতন সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,০০,৭৬৯ থেকে ১,২২,৪৮৫ টাকা। বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময়: ২৬ এপ্রিল ২০২৩।