পাইলট ও ইঞ্জিনিয়ার পদে লোকবল নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এয়ারবাস এ৩৩০ এর জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ইনস্ট্রাকটর/ চেক পাইলট। আবেদন যোগ্যতা : কমপক্ষে এফইচ ৯ হাজার ঘণ্টা থাকতে হবে। পিআইসি ৪৫০০ ঘণ্টা থাকতে হবে। পিআইসি (এ৩৩০) ২০০০ ঘণ্টা থাকতে হবে। এছাড়াও ইনস্ট্রাকটর বা চেক পাইলট হিসেবে কপমপক্ষে ১ হাজার ঘণ্টা উড্ডয়ন করার অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ উড্ডয়ন অভিজ্ঞতা আবেদন করার ৯০ দিনের মধ্যে হতে হবে।
বিজ্ঞাপন
পদের নাম : লাইন ক্যাপ্টেনস। আবেদন যোগ্যতা : কমপক্ষে ৮ হাজার ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হবে। পিআইসি ৪০০০ ঘণ্টা হতে হবে। এ৩৩০ তে উড্ডয়ন অভিজ্ঞতা কমপক্ষে ১০০০ ঘণ্টা থাকতে হবে।
পদের নাম : ফার্স্ট অফিসারস। আবেদন যোগ্যতা : কমপক্ষে ৪০০০ ঘণ্টা উড্ডয়ন ক্ষমতা থাকতে হবে। পিটুতে ৩০০০ ঘণ্টা উড্ডয়ন করার সক্ষমতা থাকতে হবে। এ৩৩০তে কমপক্ষে ১০০০ ঘণ্টা উড্ডয়ন করার অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম : এয়ারক্র্যাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (বি১ ও বি২)। আবেদন যোগ্যতা : ইউরোপিয়ান অ্যাভিয়েশন সেফটি এজেন্সি কর্তৃক প্রদত্ত পার্ট ৬৬বি১ বা বি২ সম্পন্ন করতে হবে। এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং লাইসেন্স থাকতে হবে। টিআরই এ৩৩০-৩০০ মডেলে এর এয়ারক্রাফটের মেইনটেন্যান্স সংক্রান্ত কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থী ইঞ্জিন গ্রাউন্ড রান অথরিটি কর্তৃক প্রশিক্ষিত হলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও এয়ারবাস ম্যানুয়াল ও মাইক্রোসফ অফিস সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে সিভি পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা pilotjobs@usbair.com ও engineeringjobs@usbair.com।
আবেদনের শেষ তারিখ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩