কর্মক্ষেত্রের ইঁদুর দৌড় প্রতিযোগিতা মানসিক সমস্যার কারণ!
সুস্থ জীবনযাপনের জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি প্রয়োজন সুন্দর মানসিকতার। কিন্তু ক্যালকুলেটিভ এই জীবনে প্রতি দিনই ঘরে-বাইরে নানা রকমের সমস্যা সামাল দিতে উদ্বেগ বাড়ছে। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি মানসিক ভাবে সমস্যায় ফেলে কর্মক্ষেত্রের ইঁদুর দৌড় প্রতিযোগিতা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা মনোবিদদের বরাত দিয়ে সম্প্রতি এমনই খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কর্মক্ষেত্রে ইঁদুর দৌড় প্রতিযোগিতা এবং কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে উঠতে না পারা, কাজ নিয়ে বেশি চিন্তা করার ফলে উদ্বেগ বাড়তে বাড়তে রীতিমতো মনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
মনোবিদদের মতে, শুধু কাজের গতিপ্রকৃতি বা বেশি চিন্তা নয়, পরিবারে কারও যদি উদ্বেগজনিত সমস্যা থাকে, সে ক্ষেত্রে এই রোগের শিকার হতে পারেন যে কেউ। শুধু ব্যক্তি বা সময় বিশেষে তা প্রকট হয়ে ওঠে। কারও ক্ষেত্রে পরীক্ষার আগে, কারও ক্ষেত্রে চাকরি হারানোর ভয়ে, আবার কারও ক্ষেত্রে পরিবারের কাউকে হারানোর ভয়ে উদ্বেগ বেড়ে যেতে পারে।
আর এই উদ্বেগ থেকেই তৈরি হয় মানসিক স্বাস্থ্যের নানাবিধ সমস্যা।
বিশেষ করে সবসময় দুশ্চিন্তায় থাকা, ঘুম কমে যাওয়া, হৃদয়-স্পন্দন বেড়ে যাওয়া, হাত-পা কাঁপা, হাঁপানো, কারও কারও ক্ষেত্রে পেটের সমস্যা বা বমি হওয়ার মতো লক্ষণ দীর্ঘ দিন ধরে চলতে থাকলে, তা মনের উপর খারাপ প্রভাব ফেলে। ভবিষ্যতে মনের কোনও গভীর রোগে আক্রান্ত হওয়াও অস্বাভাবিক নয়।
তবে মনোবিদরা এসব উদ্বেগকে নিয়ন্ত্রণে রাখতে বেশি কিছু পরামর্শও দিয়েছে। চলুন সেগুলো জেনে নিই-
১। প্রথমেই খুঁজে বার করতে হবে ঠিক কোন জায়গা থেকে এই ভয় বা আতঙ্কের উদ্রেক হচ্ছে।
২। প্রাথমিক ভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মন খুলে কারও সঙ্গে কথা বলা প্রয়োজন। পরিবারে যাকে বেশি ভরসা করেন বা যিনি সবচেয়ে কাছের বন্ধু, তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন। যদি তেমন কেউ না থাকেন, অবশ্যই মনোবিদের পরামর্শ নিতে হবে।
৪। উদ্বেগের জন্য যদি রাতে ঘুম না আসে, সে ক্ষেত্রে ধূমপান বা মদ্যপান কিন্তু সমাধান হতে পারে না।