প্রতীকী ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা নির্ধারিত ফরম পূরণ সাপেক্ষে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: অতিরিক্ত পরিচালক (রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন)। পদের সংখ্যা : ১। আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।

কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা/প্রশাসন/গবেষণা/পরিকল্পনা ও উন্নয়ন–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে অন্তত ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে উপপরিচালক/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড) অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: অতিরিক্ত পরিচালক/ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরফেশন টেকনোলজি/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

কমক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। ওরাকল/লিনাক্স/সিসকো/মাইক্রোসফটে সনদ থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইসিটি–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আইটি ইঞ্জিনিয়ার/সিস্টেম অ্যানালিস্ট/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড) ন্যূনপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: অতিরিক্ত পরিচালক (স্ট্র্যাটেজিক প্ল্যানিং কোয়ালিটি অ্যাস্যুরেন্স)। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে উপপরিচালক/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড) ন্যূনপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/ইউআরপি/বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিগ্রি অথবা অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। 

কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র সহকারী পরিচালক/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

পদের নাম: উপপরিচালক/আইটি ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরফেশন টেকনোলজি/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। 

ওরাকল/লিনাক্স/সিসকো/মাইক্রোসফটে সনদ থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অথবা আইসিটি–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/কম্পিউটার প্রোগ্রামার/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

পদের নাম: উপপরিচালক/সিস্টেম অ্যানালিস্ট। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। 

কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরফেশন টেকনোলজি/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং/স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রেড থাকতে হবে। 

ওরাকল/লিনাক্স/সিসকো/মাইক্রোসফটে সনদ থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অথবা আইসিটি–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/কম্পিউটার প্রোগ্রামার/সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড) ন্যূনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

আবেদন যেভাবে : আগ্রহীদের নির্ধারিত ছকে তথ্য পূরণ করে আবেদনপত্র কমিশনে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭- এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২২।