প্রতীকী ছবি

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী প্রকৌশলী। পদসংখ্যা: ২৭। বিভাগ ও পদসংখ্যা: ইলেকট্রিক্যাল (১৮), মেকানিক্যাল (৫), সিভিল (১) ও কম্পিউটার (৩)। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/সিভিল/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। 

শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সিজিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৪ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। 

অংশগ্রহণমূলক বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতাসহ (লিখিত ও মৌখিক) কম্পিউটার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক। বেতন স্কেল: ৫১,০০০ টাকা

পদের নাম: উপসহকারী প্রকৌশলী। পদসংখ্যা: ২১। বিভাগ ও পদসংখ্যা: ইলেকট্রিক্যাল (১৪), মেকানিক্যাল (৪), সিভিল (১) ও কম্পিউটার (২)। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল/ কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। 

গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণদের ক্ষেত্রে সিজিপিএ-৫-এর স্কেলে ন্যূনতম ৪ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। অংশগ্রহণমূলক বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতাসহ (লিখিত ও মৌখিক) কম্পিউটার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক। বেতন স্কেল: ৩৯,০০০ টাকা

আবেদন যেভাবে : আগ্রহীদের ওজোপাডিকোর ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ফরমের নির্দিষ্ট স্থানে প্রার্থীর স্বাক্ষর ও ছবি স্ক্যান করে বসাতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণ করে সহকারী প্রকৌশলী পদের জন্য আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি; এসএসসি, এইচএসসি ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং উপসহকারী প্রকৌশলী পদের জন্য আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি; এসএসসি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদনপত্র সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে উপমহাব্যবস্থাপক, এইচআর অ্যান্ড অ্যাডমিন, ওজোপাডিকো, বিদ্যুৎ ভবন, ৩৫-বয়রা মেইন রোড, খুলনা-৯০০০ এই ঠিকানায়।

আবেদন ফি : ৮০০ টাকা এবং উপসহকারী প্রকৌশলী পদের জন্য ৭০০ টাকা (অফেরতযোগ্য)।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২২।

৫১ হাজার টাকা বেতনে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনে চাকরি