প্রতীকী ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা/সহকারী কনস্যুলার কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষা ১৮ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। 

বিজ্ঞপ্তি অনুসারে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৬৪৮।

পরীক্ষাদের দিকনির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রশ্নপত্র দেওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কক্ষ থেকে বের হতে পারবেন না।

এ পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।