জিটিসিএলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন যারা
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু হবে আগামী ২০ মার্চ থেকে। ধাপে ধাপে এ পরীক্ষা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুসারে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে জিটিসিএল এর প্রধান কার্যালয়ের সেমিনার রুমে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও অ্যাপ্লিকেন্ট কপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করলে সংশ্লিষ্ট কাগজপত্র সঙ্গে আনতে হবে।
নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে পরীক্ষার বোর্ডে এসব কাগজপত্র দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে।