হিজাব নিয়ে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক
হিজাব বিতর্কে উত্তপ্ত ভারতের কর্ণাটক। শুধু কর্ণাটকই নয়, হিজাব বিতর্কের আঁচ ছড়িয়ে পড়ছে দেশটির অন্যান্য প্রান্তেও। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার অনুমতি রয়েছে কিনা, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কর্ণাটকে তিন দিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও মধ্য প্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পরমার মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে।
মঙ্গলবার তিনি বলেন, হিজাব স্কুল ইউনিফর্মের অংশ নয়, তাই হিজাব পরিহিত মুসলিম নারীদের স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।
বিজ্ঞাপন
মঙ্গলবারই হিজাব বিতর্কে কর্নাটকের হাইকোর্ট থেকে শান্তি বজায় রাখার অনুরোধ করা হয়। তবে এই বিতর্ক সহজে থামার নয়, বরং দেশের অন্যান্য প্রান্তেও তা পৌঁছতে শুরু করেছে।
মধ্য প্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পরমার হিজাব সম্পর্কে বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিঘ্নতা তৈরির চেষ্টা চলছে। আমাদের দেশে, সাধারণ মানুষ নিজেদের বাড়িতে বিভিন্ন রীতি-রেওয়াজ অনুসরণ করলেও, স্কুলে সব শিক্ষার্থীদের নির্দিষ্ট পোশাক পরতে হয়। কিছু লোকজন ইচ্ছাকৃতভাবে দেশের আবহাওয়া খারাপ করার চেষ্টা করছে।
ওএফ