বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিশাল জাহাজটি সেতুর নিচ দিয়ে যেতে পারছে না। এ কারণে ভাঙা হবে একটি ঐতিহাসিক সেতু। বুধবার (২ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছে নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডামের কর্তৃপক্ষ।

আইকনিক কোনিংশেভেন সেতু রটারডামের অন্যতম আকর্ষণ। ১৮৭৮ সালে এর নির্মাণ শুরু হয়েছিল। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসিদের বোমার আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে আবার এটি পুনর্নির্মিত হয়েছিল।

জানা গেছে, জেফ বেজোসের বিশাল ওই জাহাজের দাম ৪৩০ মিলিয়ন ইউরো। রটারডামের কাছে আলব্লাসারডামে নির্মাণকারী শিপইয়ার্ড বেজোসের বিশাল জাহাজটি তৈরি করছে। কিন্তু ব্রিজের কারণে সেটি বের করে সমুদ্রে আনা যাচ্ছে না। সেই কারণেই নির্মাণকারীরা স্থানীয় কাউন্সিলকে সেতুর কেন্দ্রীয় অংশটি সাময়িকভাবে সরিয়ে দিতে বলেছে।

সেতুর মাঝের অংশটুকু সাময়িকভাবে সরিয়ে দেওয়া হবে। জাহাজটি বেরিয়ে গেলে সেতুটি আবার পুনর্নির্মাণ করে দেওয়া হবে।

এইচকে