দুই রুমের বাড়ি থেকে রাজপ্রাসাদের মালিক আম্বানি পরিবার
বর্তমান ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। ধীরুভাই অম্বানির হাতে বেড়ে ওঠা এই প্রতিষ্ঠান পরে আরও বড় করেন তার দুই ছেলে মুকেশ ও অনিল আম্বানি।
অর্থ-যশে আম্বানি পরিবারের অবস্থান এখন ভারতের শীর্ষ কাতারে হলেও সব সময় এমন ছিল না। অঢেল সম্পত্তি না থাকলেও ধীরুভাই আম্বানির ছিল কিছু করে দেখানোর জেদ। সেই জেদ থেকেই রিলায়্যান্সের জন্ম।
বিজ্ঞাপন
অনিল বা মুকেশ আম্বানি এখন বিশাল সাম্রাজ্যের অধিপতি। বিলাসবহুল তাদের জীবন। তবে একটা সময় ছিল দু’কামরার একটা বাড়িতে থেকেছেন এই আম্বানিরা।
১৯৬০-৭০ সালের দিককার কথা। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ তখনও উত্থান দেখেনি, পথচলা শুরু করেছে মাত্র। এই সময় পরিবারকে নিয়ে মুম্বাইয়ের ভুলেশ্বরের জয় হিন্দ স্টেটে থাকতেন আম্বানি পরিবার। থাকার জন্য মাত্র দু’টি ঘর ছিল তাদের। সেই জয় হিন্দ স্টেট বর্তমানে বেণীলাল হাউস নামে পরিচিত।
এরপর আর্থিক অবস্থার আরও উন্নতি হলে কার্মিকাল রোডের ঊষাকিরণ সোসাইটিতে ফ্ল্যাট কেনেন ধীরুভাই। সেখান থেকে তারা যান কোলাবার সি উইন্ড নামে একটি অ্যাপার্টমেন্ট। ২০০২ সালে মারা যান ধীরুভাই আম্বানি। বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয় বলে জানা যায়।
এর মাত্র তিন বছর পর এসেই দুই ভাগ হয় আম্বানি পরিবারের ব্যবসা। তেল, গ্যাস, পেট্রোরসায়ন এবং তৈল শোধন সংক্রান্ত ব্যবসার দায়িত্ব নেন মুকেশ। অন্য দিকে, অনিলের হাতে যায় নির্মাণ, টেলিযোগাযোগ এবং শক্তি উৎপাদন।
বিভিন্ন সূত্রের দাবি, দুই ভাইয়ের মধ্যে ব্যবসা নিয়ে বিবাদ শুরু হতেই কোলাবার অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে আসেন মুকেশ আম্বানি।
২০১০ সালে বিশ্বের অন্যতম ব্যয়বহুল বাড়ি ‘অ্যান্টিলিয়া’র নির্মাণ করেন মুকেশ। ২০১৩ সাল থেকে সেখানেই থাকছেন তিনি। মোট ৪ লাখ বর্গফুট জায়গার ওপর গড়ে উঠেছে অ্যান্টিলিয়া। এই বাড়িতে রয়েছে তিনটি হেলিপ্যাড, ১৬৮টি গ্যারেজ, একটি বলরুম, দ্রুত গতিসম্পন্ন ৯টি লিফ্ট, ৫০ আসনের থিয়েটার, সুইমিং পুল, স্পা, স্বাস্থ্য কেন্দ্র, মন্দির, স্নো রুম ইত্যাদি।
গত বছরই লন্ডনের বাকিংহামশায়ারের স্টোক পার্কে আরও একটি বাড়ি কিনেছেন মুকেশ আম্বানি; যার দাম প্রায় ৫৯২ কোটি টাকা।
সেখানেও রয়েছে ৪৯টি ঘর, একটা ছোট হাসপাতাল, পাঁচতারা মানের হোটেল এবং তিনটি রেস্তোরাঁ। এ ছাড়াও রয়েছে ১৩টি টেনিস কোর্ট এবং ২৭ হোলের গল্ফ কোর্স। লন্ডন শহরের প্রাণকেন্দ্র থেকে ৩০ কিলোমিটার দূরের ৯০০ বছরের প্রাচীন এই প্রাসাদ আগে বসবাসের জন্য ব্যবহৃত হলেও ১৯০৮ সাল থেকে কান্ট্রি ক্লাব হিসেবে ব্যবহৃত হতো।
এনএফ