বাংলাদেশের সঙ্গে সংযোগে ত্রিপুরায় বিপুল সম্ভাবনা দেখছেন অমিত শাহ
বাংলাদেশের সঙ্গে কয়েক ডজন সড়ক ও রেলওয়ে প্রকল্প এবং আন্তর্জাতিক জলপথ সংযোগের কারণে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা দেখছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার ত্রিপুরার ৫০তম রাজ্য দিবস উদযাপন উপলক্ষ্যে ভাষণ দেওয়ার সময় ত্রিপুরায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
দেশটির এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সাথে কয়েক ডজন সড়ক ও রেল প্রকল্প এবং আন্তর্জাতিক জলপথ সংযোগের কারণে আগামী দিনে ত্রিপুরায় প্রচুর বিনিয়োগ হবে। আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।
তিনি বলেন, ‘শান্তি এবং স্থিতিশীলতা আনতে ত্রিপুরা সরকার অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চরমপন্থা, অনুপ্রবেশ, অবরোধ, মাদক, অস্ত্রপাচার, দুর্নীতি এবং সাম্প্রদায়িক উত্তেজনার পরিবর্তে ত্রিপুরা এখন উন্নয়ন, সংযোগ, অবকাঠামো, খেলাধুলা, বিনিয়োগ এবং জৈব চাষাবাদের দিকে এগিয়ে যাচ্ছে।’
সূত্র: দ্য হিন্দু।
এসএস