বন্দিশিবিরে উইঘুর নারীদের ধর্ষণ করা হচ্ছে : বিবিসি
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে রাষ্ট্রীয়ভাবে তৈরি বন্দিশিবিরে সংখ্যালঘু উইঘুরসহ অন্যান্য মুসলিম নারীরা ধর্ষণ, যৌন নিপীড়ন ও নির্যাতনের শিকার হচ্ছেন। বুধবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
ব্রিটিশ সম্প্রচারমাধ্যমটি বলছে, ‘বন্দিশিবিরে ছিলেন এমন মানুষজন ও এক নিরাপত্তারক্ষী তাদেরকে এসব তথ্য দিয়েছে। ভুক্তভোগী এসব মানুষ বিবিসিকে বলেন, ‘বন্দি নারীদের পদ্ধতিগতভাবে সংঘবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন ও নির্যাতনের শিকারের বিষয়টি তারা প্রত্যক্ষ করেছেন এবং এর প্রমাণ দেখেছেন।’
বিজ্ঞাপন
বেইজিং এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলছে, মুসলিমদের মধ্যে চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এসব মানুষকে ‘সুপথে’ ফেরানোর কাজ করছে তারা। কিন্তু জিনজিয়াংয়ে চীনের কৃতকর্ম নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সরব।
বিবিসির প্রতিবেদন নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কোন প্রমাণ ছাড়াই এটা করা হয়েছে। বিবিসি যেসব মানুষের সাক্ষাৎকার নিয়েছে সেসব মানুষ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এর আগেও এমন কাজ করেছে তারা।’
আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্য জিনজিয়াং নিয়ে চীনের দাবি কখনোই মেনে নেয়নি। জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীন ‘গণহত্যা চালাচ্ছে’ বলেও দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। সেখানে ধর্ষণ, হত্যা, নির্যাতন নিয়ে চীনের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করে রেখেছে ওয়াশিংটন।
গেল বছর ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক জেমসটাউন ফাউন্ডেশন থেকে প্রকাশিত জার্মান গবেষক আদ্রিয়ান জেনজ-এর এক গবেষণায় দাবি করা হয়, সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে জোর করে নপুংসক, জোরপূর্বক গর্ভপাত এবং জবরদস্তিমুলক পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করছে চীন। চীন এ অভিযোগ অস্বীকার করে।
এএস