ভারতের ঝাড়খণ্ডের সিমডেগায় এক ব্যক্তিকে ইট মেরে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার পর তার মরদেহ আগুনে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা। 

নিহত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সেখানকার মুন্ডা সম্প্রদায়ের লোকেদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত গাছ কাটছিলেন তিনি। নিহত ব্যক্তির নাম সঞ্জু প্রধান।

জানা গেছে, যে গাছ কাটাকে কেন্দ্র করে সঞ্জুকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে সেটি মুন্ডা সম্প্রদায়ের মানুষ পূজা করেন। এর সঙ্গে তাদের ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক রয়েছে। সঞ্জু গত অক্টোবরে ওই প্রজাতির বেশ কয়েকটি গাছ কেটে বিক্রি করে দেন। যা নিয়ে এলাকার মুন্ডা সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। 

মঙ্গলবার আরও একটি গাছ কাটতে যান সঞ্জু। এটা দেখে ক্ষুব্ধ হন স্থানীয়রা। প্রায় ১৫০ মানুষ মিলে হামলা চালানো হয় তার ওপর। 

সঞ্জুর পরিবার বলছে, প্রথমে লাঠি এবং ইট দিয়ে মারা হয় তাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জুর। এরপর তার দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

সূত্র : আনন্দবাজার

এনএফ