বিয়ের জন্য মেয়ে খুঁজে পেতে মজার এক বার্তাজুড়ে দিয়ে বিশাল বিজ্ঞাপনী বিলবোর্ড টাঙিয়েছেন ব্রিটেনের এক তরুণ। বার্মিংহাম এবং লন্ডনে এই বিলবোর্ড টাঙিয়ে দেওয়ার পর অসংখ্য তরুণীর সাড়া পেয়েছেন তিনি। বিয়ের জন্য তার অভিনব এই বিজ্ঞাপন ব্রিটেনে অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিনব এই বিলবোর্ড টাঙিয়েছেন ব্রিটেনের বার্মিংহামের বাসিন্দা মুহাম্মদ মালিক (২৯)। বিলবোর্ডে সম্ভাব্য জীবনসঙ্গীকে সতর্ক করে দিয়ে বার্তাও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘পরিবারের পছন্দের বিয়ে থেকে আমাকে বাঁচান।’

মালিক বলেন, ‘তিনি পারিবারিক পছন্দের বিয়ের ধারণার বিরোধী নন। কিন্তু প্রথমে নিজে থেকে কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন তিনি।’

লন্ডন-ভিত্তিক এই ব্যাংক পরামর্শক বিয়ের জন্য মেয়ে খুঁজলেও এতদিন পাননি। পরে নিজের বিয়ের জন্য মেয়ে খুঁজে পেতে একটি ওয়েবসাইট (www.findmalikawife.com) চালু করেন তিনি। শনিবার বার্মিংহাম এবং লন্ডনে এই ওয়েবসাইটের ঠিকানাযুক্ত বিলবোর্ড টাঙানোর পর শত শত মেয়ের কাছ থেকে বিয়ের প্রস্তাবের বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন মুহাম্মদ মালিক।

তিনি বলেন, আমি এখন পর্যন্ত এসব বার্তা দেখার সময় পাইনি। এ জন্য আমার কিছু সময় দরকার। এমন হবে আমি চিন্তাও করতে পারিনি।

মালিক বলেছেন, এই বিলবোর্ড টাঙানোর আগে পর্যন্ত তিনি বিভিন্ন উপায়ে নারীদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, আমি পাকিস্তানি বংশোদ্ভূত। যে কারণে পরিবারে প্রথমে আমাদের ‘আন্টিদের ক্ষমতা’র ব্যাপারে বলা হতো। কিন্তু সেই পদ্ধতি ‘কাজ করেনি।’

অনলাইনে কিছু ডেটিং অ্যাপ এবং ডেটিংয়ের বেশ কিছু ইভেন্ট থাকলেও মালিক বলছেন, এসব তার কাছে বিশ্রী মনে হয়। পরে তার এক বন্ধু নিজের বিয়ের বিজ্ঞাপনী বিলবোর্ড তৈরির পরামর্শ দেন মুহাম্মদ মালিককে। তিনি বলেন, আমি ভাবলাম, কেন নয়। এটাতে সবচেয়ে কী খারাপ ঘটতে পারে?

আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এই বিলবোর্ড থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাংক পরামর্শক। বিয়ের জন্য বিজ্ঞাপনী বিলবোর্ড তৈরিতে পরিবারের সদস্য এবং তার বাবা-মায়েরও সমর্থন আছে বলে জানিয়েছেন মালিক। তবে তার মাকে এই বিষয়ে রাজি করাতে সামান্য বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার মাকে একটু বোঝাতে হয়েছিল।’

সূত্র: বিবিসি।

এসএস