দ্রুতগতিতে এগিয়ে আসছে ট্রেন। রেলস্টেশন থেকে একটু দূরে সেই ট্রেনের সামনে গিয়ে লাইনে শুয়ে পড়লেন এক ব্যক্তি। উদ্দেশ্য আত্মহত্যা। কিন্তু সতর্ক চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মরতে যাওয়া ব্যক্তি। দ্রুতগতির ট্রেনের চালক ওই ব্যক্তিকে রেললাইনে শুয়ে পড়তে দেখে জরুরি ব্রেক চেপে ধরেন। আর তার এই বুদ্ধিমত্তায় বেঁচে যান ওই ব্যক্তি।

রোমহর্ষক এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের শহরতলীর সেউরি রেলস্টেশনের কাছে। এ ঘটনার একটি ভিডিও ভারতের রেল মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে টুইট করার পর সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তিকে বাঁচিয়ে দেশটিতে প্রশংসায় ভাসছেন ওই ট্রেনের চালক।

৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রেললাইনে ঘোরাফেরা করছেন। ট্রেনটি আসার সাথে সাথে হঠাৎ তিনি রেললাইনের ওপর শুয়ে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনটির গতিতে কমে যেতে দেখা যায়। পরে ট্রেনের চালক এমারজেন্সি ব্রেক কষায় সেটি পুরোপুরি থেমে যায়।

ট্রেনটি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশের তিন কর্মকর্তাকে দৌড়ে ওই ব্যক্তির কাছে যেতে দেখা যায়। তারা ওই ব্যক্তিকে রেললাইন থেকে সরিয়ে নেন।

সেউরি রেলস্টেশনের কাছে ওই ঘটনা ঘটেছে গত ২ জানুয়ারি স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে। এক টুইটে ভারতের রেলওয়ে মন্ত্রণালয় ট্রেনের চালকের এমন কাজের প্রশংসা করেছে।

টুইটে বলা হয়েছে, ‘মুম্বাইয়ের সেউরি স্টেশনে ট্রেনের চালক একজন ব্যক্তিকে রেলের ট্র্যাকে পড়ে থাকতে দেখেছিলেন। এই তত্পরতা বোঝার সাথে সাথে জরুরি ব্রেক চেপে ওই ব্যক্তির জীবন রক্ষা করেছেন তিনি। আপনার জীবন মূল্যবান, আপনার জন্য হয়তো কেউ বাড়িতে অপেক্ষা করছেন।’

এই ভিডিওটি টুইটারে টুইট করার পর থেকে এখন পর্যন্ত এক লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওতে লাইক দিয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। অনেকেই ট্রেন চালকের উপস্থিত বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন টুইটারে। একজন লিখেছেন, ওই চালকের নাম উল্লেখ করা দরকার। দয়া করে এই বীরের নাম প্রকাশ করুন। 

এই ধরনের চালকদের পুরস্কৃত করা উচিত বলে দাবি তুলেছেন কেউ কেউ। তবে কেউ কেউ আবার ওই ব্যক্তিকে উদ্ধারে এগিয়ে আসা পুলিশ কর্মকর্তাদেরও প্রশংসা করেছেন।

সূত্র: এনডিটিভি।

এসএস