ছোট্ট শিশুকে একা পেয়ে মাথা-মুখ খুবলে দিলো কুকুরের দল
ফাঁকা গলি দিয়ে ছুটে আসছিল চার বছরের একটি শিশু। আর তার পিছু পিছু তাড়া করছিল পাঁচটি কুকুর। একপর্যায়ে সেই কুকুরগুলো শিশুটিকে ঘিরে ধরে। ভয়ে চিৎকার করছিল শিশুটি। এরপরই দেখা গেল শিশুটিকে হামলা করেছে পাঁচটি কুকুর। একপর্যায়ে রাস্তায় পড়ে যায় শিশুটি। তখনই কুকুরগুলো শিশুটির মাথায়, মুখে, পায়ে, হাতে কামড়াতে শুরু করে।
চালঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের অঞ্জলী বিহার কলোনি এলাকায়। রোববার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং টাইমস অব ইন্ডিয়া।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমগুলো বলছে, শিশুটিকে একা পেয়ে কুকুরের দলের এই হামলে পড়ার দৃশ্য ধরা পড়েছে ঘটনাস্থলের পাশেই থাকা একটি সিসিটিভি ক্যামেরায়। গত শনিবার বিকেলে শিশুটি রাস্তায় বের হতেই তাকে ধাওয়া করে পাঁচটি কুকুর।
তাদের হাত থেকে বাঁচতে শিশুটি দৌড়তে শুরু করে। তার পিছু ধাওয়া করে কুকুরগুলোও। এরপরই একটি ফাঁকা জায়গায় শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। নৃশংসভাবে মুখে, মাথায়, হাতে, পায়ে কামড় দিতে শুরু করে পাগলের মতো।
— Anurag Dwary (@Anurag_Dwary) January 2, 2022
কুকুরের এই আক্রমণের সময় আশপাশে কারও দেখা মেলেনি। হঠাৎ এক ব্যক্তি শিশুর চিৎকারের আওয়াজ পেয়ে কুকুরগুলোর দিকে তেড়ে যায়। পরে তাদেরকে তাড়িয়ে দিয়ে শিশুটিকে উদ্ধার করেন ওই ব্যক্তি। সময়মতো ওই ব্যক্তি সেখানে হাজির হয়ে কুকুরগুলোকে না তাড়ালে হয়তো মৃত্যু হতো শিশুটির। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদমাধ্যমগুলো বলছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রাস্তার কুকুর ক্রমশই আতঙ্কে পরিণত হয়েছে। গত বছর ভোপালের কোহেফিজা এলাকায় সাত বছর বয়সী এক শিশুর ওপর হামলে পড়ে রাস্তার কুকুর। এসময় শিশুটির মা সেখানে উপস্থিত থাকলেও বাচ্চাটির ওপর চড়াও হয় কুকুরগুলো।
এর আগে ২০১৯ সালে মায়ের সামনেই রাস্তার কুকুরের আক্রমণে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়। এসময় শিশুটির মা সন্তানকে বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন।
টিএম