ফাইল ছবি

আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনায় অভিযুক্ত ইয়েমেনের এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট ওই ব্যক্তির মৃত্যুদণ্ড সোমবার কার্যকর করা হয়েছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে।

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ হারের তালিকায় অন্যতম উপসাগরীয় অঞ্চলের ধনী এই রাষ্ট্র। ২০১৪ সালের শেষের দিক থেকে কয়েকবার আইএসের প্রাণঘাতী গুলি এবং বোমা হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরব।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে আইএসের স্থানীয় পরিচয় দায়েশ উল্লেখ করে বলা হয়েছে, ইয়েমেনের নাগরিক মোহাম্মদ আল-সাদ্দাম সন্ত্রাসী সংগঠন দায়েশের নির্দেশনা অনুযায়ী জনসমাগমপূর্ণ এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।

‌‘সোমবার রাজধানী রিয়াদে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তি আইএসের প্রতি আনুগত্যের অঙ্গীকার এবং বিস্ফোরক বেল্ট ব্যবহার করে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন। তবে কোন ঘটনায় এবং কখন তাকে গ্রেফতার করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এই বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি। মাদক চোরাচালানের দায়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার কারণে গত বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

কিন্তু গত আগস্টে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সৌদি আরবে কমপক্ষে ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে; যা ২০২০ সালের পুরো বছরে মৃত্যুদণ্ড কার্যকরের তুলনায় অনেক বেশি।

সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী এএফপির টালি বলছে, চলতি বছরে দেশটিতে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অ্যামনেস্টির তথ্য বলছে, ২০১৯ সালে সৌদি আরবে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়; যা দেশটিতে গত কয়েক বছরের মধ্যে এক বছরে সর্বোচ্চ।

চলতি বছরের শুরুর দিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত হিউম্যান রাইটস কমিশন বলছে, দেশে ২০২০ সালে মোট ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নথিভুক্ত করা হয়েছে।

সূত্র: এএফপি।

এসএস