সৈকতের রেস্তোরাঁয় কাঁকড়া খেয়ে মৃত্যু তরুণীর
বিশ্বজুড়েই সমুদ্র উপকূলবর্তী শহরসমূহের রেস্তোরাঁগুলোতে জনপ্রিয় খাবার কাঁকড়া ভাজা; কিন্তু মাঝে মাঝে এই লোভনীয় খাবার মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে।
শুক্রবার এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজ্যের বীরভূম জেলা থেকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন ঋত্বিকা ভগত (১৮)। সারাদিন সৈকতে ঘোরাঘুরির পর রাতে একটি রেস্তোরাঁয় খেতে যান ঋত্বিকা ও তার পরিবারের সদস্যরা। রেস্তোরাঁয় সামান্য কাঁকড়া খেয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
তারপর শুক্রবার ভোর থেকে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ঋত্বিকার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা এবং সেখানেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, কাঁকড়া খেয়ে অ্যালার্জির কারণেই মৃত্যু হয়েছে এই তরুণীর।
ঋত্বিকার পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়া তাদের প্রতিবেশী রাজীব পাল বলেছেন, ‘ঋত্বিকার বরাবরই অ্যালার্জির সমস্যা ছিল। চিকিৎসাও চলছিল। তবে দিঘায় বেড়াতে এসে হোটেলে সামান্যই কাঁকড়া খেয়েছিল। তার খেসারত জীবন দিয়েই মেটাতে হল।’
অবশ্য দিঘায় যে কাঁকড়া খাওয়াজনিত কারণে এবারই প্রথম মৃত্যু হলো- এমন নয়। গত ২১ নভেম্বর দিঘায় বেড়াতে এসে একই ভাবে কাঁকড়া খেয়ে প্রাণ গিয়েছিল কলকাতার বেহালা এলাকার সৌম্যদীপ শিকদারের (২২)। ওই যুবকও নিজের অ্যালার্জির সমস্যা ভুলে কাঁকড়া খেয়েছিলেন। এক মাস পেরোতে না পেরোতে একই ঘটনার পুরনাবৃত্তি হল সেখানে।
এসএমডব্লিউ