ইউরোপের দেশ যুক্তরাজ্যে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে লাখের গণ্ডি। করোনা মহামারি শুরুর পর থেকে বুধবারই (২২ ডিসেম্বর) দেশটিতে রেকর্ডসংখ্যক এতো মানুষ সংক্রমিত হলেন। মূলত করোনার অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ঘর ছাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে বিদ্যমান এই পরিস্থিতিতে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে ব্রিটেন। বুধবার দেশটির স্বাস্থ্য বিষয়ক নীতি-নির্ধারক সংস্থা এই অনুমোদন দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ১২২ জন। একই সময়ের মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪০ জন।

করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৪৮ হাজার মানুষ মারা গেছেন। করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনের অবস্থান বেশ ওপরের দিকেই।

এদিকে ব্রিটেনের ওষুধ এবং স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) জানিয়েছে, ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের করোনা টিকার অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন এই ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত টিকা শিশুদের শরীরে প্রয়োগের জন্য ‘নিরাপদ ও কার্যকর’ বলে বিবেচিত হওয়ায় অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এমএইচআরএ’র প্রধান নির্বাহী জুন রাইন জানিয়েছেন, ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে এই টিকা ইতিবাচক সুবিধা আনবে বলে জোরালো প্রমাণ রয়েছে। তিনি আরও বলেন, দুই ডোজ বিশিষ্ট এই টিকায় হালকা উপসর্গ দেখা দিতে পারে। যেমন বাহুতে ব্যথা এবং সাধারণ ফ্লুর মতো অসুস্থতা।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য তাদের টিকা নিরাপদ বলে পরীক্ষায় দেখা গেছে। এছাড়া এই টিকা শিশুদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বলেও সেসময় জানিয়েছিল সংস্থাটি।

টিএম