করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা ঠেকাতে মুখে খাওয়ার পিল বা ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক বিষয়ক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদন দেয়। করোনা চিকিৎসায় এটিই যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম কোনো অ্যান্টিভাইরাল ওষুধ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স। যুক্তরাষ্ট্রের এই অনুমোদনের ফলে ভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ১২ বছর ও এর বেশি বয়সী রোগীরা বাড়িতে অবস্থান করেই এই ওষুধ গ্রহণ করতে পারবেন।

এএফপি বলছে, মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজারের তৈরি করোনার মুখে খাওয়ার ওষুধ বা অ্যান্টিভাইরাল পিলের নাম প্যাক্সলোভিড। এটি স্বাস্থ্য ঝুঁকিতে থাকা রোগীদের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির বা মৃত্যুর ঝুঁকি ৮৮ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় বলে ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে।

মূলত এই ফলাফলের ওপর ভিত্তি করেই জরুরি ক্ষেত্রে ওষুধটি ব্যবহারের জন্য বুধবার অনুমোদন দেয় দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ।

এদিকে প্যাক্সলোভিডের অনুমোদনের পর দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘বিজ্ঞানের শক্তির জেরেই আজকের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি একইসঙ্গে নতুন কিছু উদ্ভাবনে যুক্তরাষ্ট্রের দক্ষতারও ফলাফল।’

এসময় ফাইজারের করোনা পিলের উৎপাদন বাড়ানোর জন্য সহায়ক একটি আইন করারও ঘোষণা দেন জো বাইডেন।

উল্লেখ্য, প্যাক্সলোভিড ওষুধটি মূলত প্রোটিস ইনহিবিটরস শ্রেণীভুক্ত ওষুধ। এইচআইভি, হেপাটাইটিস সি ও অন্যান্য ভাইরাসজনিত প্রাণঘাতী রোগের চিকিৎসার ক্ষেত্রে এই শ্রেণীর ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

টিএম