জার্মানিতে তিন সপ্তাহের মধ্যে প্রাধান্য বিস্তার করবে ওমিক্রন
আর মাত্র তিন মাসের মধ্যে জার্মানিতে করোনার প্রাধান্য বিস্তারকারী ধরন হয়ে উঠবে ওমক্রিন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারব্যাচ বুধবার এক সংবাদ সম্মেলনে দেশবাসীকে এই সতর্কবার্তা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে যে হারে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তাতে আগামী তিন সপ্তাহের মধ্যেই এই ভাইরাসটি জার্মানিতে প্রাধান্য বিস্তারে সক্ষম হবে।’
বিজ্ঞাপন
দেশের নাগরিকদের সবাইকে করোনা টিকার তৃতীয় ডোজ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে এটি প্রমাণিত যে, ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে বুস্টার ডোজ। আমি দেশবাসীকে বলতে চাই, দেরি না করে দ্রুত বুস্টার নিন। কারণ, মহামারির বিরুদ্ধে লড়তে এখন পর্যন্ত আমাদের হাতে থাকা সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো করোনা টিকা।’
সংবাদ সম্মেলনে জার্মানির সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট লোথার উইলারও উপস্থিত ছিলেন, সংক্রমণে লাগাম টানতে দেশবাসীকে যতবেশি সম্ভব ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
উইলার বলেন, ‘আমাদের উচিত বাইরের সঙ্গে যোগাযোগ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা। বড়দিনের ছুটিকে উপলক্ষ্য করে ওমক্রিনের বিস্তার হোক- আমরা কেউই তা চাইনা।
২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত যে কয়েকটি দেশ করোনায় সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে, সেসবের মধ্যে অন্যতম জার্মানি। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৮ লাখ ৬৯ হাজার ৪৯৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৯ হাজার ৭৫৯ জনের।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ