করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে মার্কিনিদের আশ্বস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা রয়েছে এবং এ বিষয়ে আমরা প্রস্তুত।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ডিসেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে জো বাইডেন একথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট এমন এক সময়ে ভাষণ দিলেন যখন ভাইরাসের এই নতুন ধরনটি যুক্তরাষ্ট্রে সংক্রমণের প্রধান ধরনে পরিণত হয়েছে।

এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত ছড়িয়ে পড়া রুখতে মঙ্গলবারের ভাষণে একটি নতুন সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাওয়ার কথা বলেছেন জো বাইডেন। নতুন ঘোষণা অনুযায়ী, যেসব হাসপাতালে সংকট রয়েছে, সেসব হাসপাতালে ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মীদের প্রেরণ এবং সারাদেশে চিকিৎসা সরঞ্জামের জাতীয় মজুত রাখার মতো বিষয় রয়েছে। এছাড়া মার্কিনিদের জন্য বিনামূল্যে ৫০ কোটি কোভিড-১৯ টেস্ট কিট সরবরাহের কথাও জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ওমিক্রন নিয়ে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত, কিন্তু আতঙ্কিত নয়।’ বাইডেনের ভাষায়, ‘এটি ২০২০ সালের মার্চ মাস নয়। ২০ কোটি মানুষ পুরোপুরি করোনা টিকার আওতায় এসেছে। আমরা এখন প্রস্তুত, (ভাইরাসের বিষয়ে) আমরা এখন আরও জানি। আমাদেরকে কেবল সতর্ক থাকতে হবে।’

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনভাইরাস সংক্রমণের সংখ্যা আবারও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

মঙ্গলবার দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৮১১ জন। এছাড়া করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ২২ লাখ ৫১ হাজার ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৩০ হাজার ৯৯০ জন মারা গেছেন।

আর সংক্রমণের এই ঊর্ধ্বগতিতেই বাড়ছে উদ্বেগ। কারণ যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্তদের প্রায় তিন-চতুর্থাংশই অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা এবং বিশেষত যারা বুস্টার ডোজ নিয়েছেন, তারা পরিবার ও বন্ধুদের সাথে আসন্ন ক্রিসমাস-নববর্ষের ছুটি নিরাপদে উদযাপন করতে পারেন। তিনি বলেন, ‘যদি আপনি সম্পূর্ণরূপে টিকা না নেন, তবে আপনার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে।’

মূলত যুক্তরাষ্ট্রে এখনও ৪ কোটি মানুষ টিকা নেননি। টিকা না নেওয়া ব্যক্তিদের প্রতি বাইডেন বলেন, ‘দেশের প্রতি আপনাদের কিছু বাধ্যবাধকতা আছে এবং স্পষ্টতই একজন দেশপ্রেমিক হিসেবে টিকা নেওয়া আপনাদের কর্তব্য।’

মার্কিন সরকারের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, এ পর্যন্ত প্রায় ২০ কোটি ৪০ লাখ বা ৬১ শতাংশ মার্কিনি সম্পূর্ণরূপে টিকা নিয়েছেন। ২০২১ সালের শুরুতে এই হার ছিল ১ শতাংশেরও কম।

এছাড়া এখন পর্যন্ত প্রায় ৬ কোটি ৮ লাখ মানুষ টিকার বুস্টার ডোজ পেয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে টিকার বুস্টার ডোজ বেশ কার্যকারী।

টিএম