করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি মারা গেছেন। ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে দেশটিতে এটিই প্রথম কোনো মৃত্যুর ঘটনা। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তি করোনার টিকা নেননি। সংবাদমাধ্যম এবিসি’র মতে, ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম কোনো রোগীর মৃত্যু।

অবশ্য তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। করোনা টিকা না নেওয়ার কারণে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তিনি মারা যান।

এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের প্রধান ধরন হয়ে উঠেছে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশেরও বেশি মানুষ ওমিক্রনের কারণে সংক্রমিত হয়েছেন।

সিডিসি জানিয়েছে, শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে ৭৩ দশমিক ২ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। সংক্রমণের হার সবচেয়ে বৃদ্ধি পেয়েছে উত্তর-পূর্ব, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলেই। যুক্তরাষ্ট্রের নতুন সংক্রমণের ৯০ শতাংশই যুক্তরাষ্ট্রের এই অংশগুলো থেকে হচ্ছে।

নভেম্বরের শেষের দিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকেই অতিদ্রুত এটি বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যসহ ইউরোপের বহু দেশে ভেঙেছে দৈনিক সংক্রমণের রেকর্ড। এই পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লকডাউনসহ ফের কঠোর বিধিনিষেধের দিকেই যেতে বাধ্য হচ্ছে একের পর এক দেশ।

অবশ্য যুক্তরাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর দেশের সীমান্ত বন্ধ করেননি প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ওমিক্রন যুক্তরাষ্ট্রে সংক্রমণের প্রধান ধরন হয়ে ওঠার পরও মার্কিন প্রেসিডেন্ট তেমন কিছু চিন্তা করছেন না বলে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন।

তবে পরিবর্তিত এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশের করোনা পরিস্থিতি ও ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

টিএম