জঙ্গলের মাঝে দিয়ে যাচ্ছিল ট্রেন। সামনে পড়ে যায় দুটি হাতি। সেগুলো রেললাইন পার হচ্ছিল। চালকের তৎক্ষণাৎ তৎপরতায় প্রাণে বেঁচে যায় দুটি হাতির প্রাণ। রোববার (১৯ ডিসেম্বর) ভারতের জলপাইগুড়ি জেলার চাপরামারির জঙ্গলে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, রোববার বিকেলে পর্যটকদের জন্য একটি বিশেষ ট্রেন নাগরাকাটা স্টেশন থেকে চালসার দিকে যাচ্ছিল। পথে পড়ে চাপরামারির জঙ্গল। সেখানে ৭২/১ নম্বর পিলারের কাছে দুটি হাতি রেললাইন পার হচ্ছিল। তা দেখে ট্রেনের চালক আপৎকালীন ব্রেক করেন। রক্ষা পায় ওই হাতি দুটি। এরপর হাতিগুলো চলে গেলে আবার ট্রেন নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন চালক।

রেল চালকের তৎপরতায় হাতির প্রাণ বাঁচায় খুশি পরিবেশপ্রেমীরা। এক পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য নাফসার আলি বলেছেন, ‘দুই বছর আগেও ট্রেনের ধাক্কায় ডুয়ার্সের জঙ্গলে হাতির মৃত্যুর ঘটনা ঘটত। এরপর রেল, বন দফতরের সঙ্গে যৌথভাবে একাধিক বৈঠক হয়েছে। সম্প্রতি রেলকর্মীদের তৎপরতায় বেশ কয়েকটি হাতির প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। এ সাফল্যে আমরা খুশি।’

এসএসএইচ