রাওয়াতের মরদেহবাহী অ্যাম্বুলেন্সের বহরও দুর্ঘটনার কবলে পড়েছিল
তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সস্ত্রীক জেনারেল রাওয়াত-সহ ১৩ জনের। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার হাসপাতাল থেকে তাদের মরদেহ ভারতের বিমান বাহিনীর ঘাঁটিতে নেওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়েছিল মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স।
ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুর্ঘটনায় ফলে বড় ধরনের কোনো বিপত্তি হয়নি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে কুন্নুরের ওয়েলিংটনের ‘ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ’-এ মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার হাসপাতাল থেকে জেনারেল রাওয়ত, তার স্ত্রী মধুলিকাসহ ১৩ জনের মরদেহ সুলুরের বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে বিশেষ বিমানে দিল্লিতে মরদেহ পাঠানোর ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছিল।
স্থানীয় সূত্রের খবর, কোয়ম্বত্তূরের অদূরে মেট্টুপলায়মের কাছে বহরের একটি অ্যাম্বুলেন্স ‘ছোট দুর্ঘটনার’ কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ধাক্কা মারেন চালক। এতে জখম হন রাস্তার নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশসহ কয়েকজন।
পরে দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্স থেকে মরদেহগুলো অন্য একটি গাড়িতে তোলা হয়। শুক্রবার প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, যাত্রাপথের বিভিন্ন স্থানে স্থানীয়রা ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন। তারা রাওয়াতসহ মৃত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্লোগান দিচ্ছিলেন।
এমএইচএস