তাইওয়ানের আকাশসীমায় ফের অনুপ্রবেশ করেছে চীনের যুদ্ধবিমান। শুক্রবার চীনের ১৩ টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে এই দ্বীপ ভূখণ্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চলতি বছর এই নিয়ে তৃতীয় বারের মতো ঘটল এই ঘটনা। এর আগে চলতি বছর ২ ও ৫ অক্টোবর তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছিল।

তাইওয়ান বরাবরই নিজেদের স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে দাবি করে। অন্যদিকে চীন এই দ্বীপকে দাবি করে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে।

তাইওয়ান মূলত পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। প্রায় ৪০ বছর আগে চীনের কাছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারায় তাইওয়ান।

তবে দ্বীপটির স্বাধীনতাকামী জনগণ বরাবরই চীনের অধীনে থাকার তীব্র বিরোধিতা করে আসছে।

এদিকে, গত এক বছরেরও বেশি সময় ধরে চীন বারবার তাদের আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ করে আসছে তাইওয়ান সরকার। এরমধ্যে গত ০২ অক্টোবর ওই দ্বীপ ভূখণ্ডের আকাশসীমায় ১৫০ টি যুদ্ধবিমান পাঠিয়েছিল চীন, যা এযাবৎকালে তাইওয়ানের আকাশসীমায় সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা।

এসএমডব্লিউ