স্বাধীনতার দাবি মানেই যুদ্ধ : তাইওয়ানকে চীন
তাইওয়ানকে হুমকি দেওয়ার ভাষায় আরও রুঢ় হয়েছে চীন। সম্প্রতি তাইওয়ানের আকাশ ও জলসীমায় সামরিক কার্যক্রম আরও বাড়ানোর পর এবার তাইওয়ানকে বেইজিংয়ের হুমকি ‘স্বাধীনতার দাবি মানেই যুদ্ধ।’
শুধু যুদ্ধের হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি বেইজিং, তাইওয়ানকে হুঁশিয়ার করে আরও বলা হয়েছে, যে কোন ধরনের উসকানি কিংবা বিদেশে হস্তক্ষেপ মোকাবিলা ও প্রতিরোধে সর্বদা প্রস্তুত রয়েছেন চীনের সশস্ত্র বাহিনী।
বিজ্ঞাপন
চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করলেও তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম দেশ মনে করে। তবে চীনের পক্ষ থেকে বারবার এ ব্যাপারে তাইওয়ানকে সতর্ক করে দেওয়া হয়েছে।
চীন বলছে, ‘তাইওয়ানের স্বাধীনতাপন্থীদের আমরা হুঁশিয়ার করছি। আগুনের সঙ্গে যারা খেলতে আসবে, সেই আগুনে পুড়তে হবে তাদের। তাইওয়ানের স্বাধীনতা মানেই যুদ্ধ।’
সম্প্রতি তাইওয়ান জানায় তাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আকাশসীমায় বেশ কিছু চীনা যুদ্ধবিমান এবং বোমারু বিমান মহড়া চালিয়েছে। তাইওয়ান এ তথ্য জানানোর সঙ্গে সঙ্গে উদ্বেগ জানায় তাদের মিত্র দেশ যুক্তরাষ্ট্র।
তাইওয়ানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছে বলে সন্দেহ করার পরই এমন সামরিক কার্যক্রম চালানো হয়েছে বলে দাবি করেছে বেইজিং কর্তৃপক্ষ।
তবে দ্বীপরাষ্ট্র তাইওয়ানের প্রথম নারী ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন অবশ্য বারবার বলে আসছেন যে, রিপাবলিক অব চায়না নামে পরিচিত রাষ্ট্র তাইওয়ান তো স্বাধীন দেশ। এটার ঘোষণা দেওয়ার কিছু নেই।
মাসিক সংবাদ ব্রিফিংয়ে বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ানকে বিমানবাহিনীর সাম্প্রতিক মহড়া নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাইওয়ান তো আগে থেকেই চীনের অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরও বলেন, ‘তাইওয়ান প্রণালীতে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার সুরক্ষার জন্য তাইওয়ান প্রণালীতে পিপলস লিবারেশন আর্মির এই সামরিক মহড়ার প্রয়োজন ছিল।’
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান আরও বলেন, তাইওয়ানের ‘স্বাধীনতাপন্থী সশস্ত্র সদস্যদের মাধ্যমে বিদেশি হস্তক্ষেপ এবং উস্কানি আসার পর আমাদের সামরিক বাহিনী এর প্রতিক্রিয়া জানিয়েছে।’
তাইওয়ানকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা যা কিছু বলা হচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করছি। আগুনের সঙ্গে যারা খেলতে আসবে তাদের আগুনে পুড়তে হবে। তাইওয়ানের স্বাধীনতা মানে যুদ্ধ।’
সবাই নয় মুষ্টিমেয় মানুষ তাইওয়ানের স্বাধীনতা চায় বলে এ সময় দাবি করেন তিনি।
এএস