পশ্চিমবঙ্গের হাওড়া সদরে দুর্বৃত্তদের গুলিতে ওয়াজুল খান নামে তৃণমূলের এক নেতা নিহত হয়েছেন। সোমবার রাতে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জানায়, সোমবার রাতে বাড়ির পাশে বসে কথা বলছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াজুল। এ সময় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এর পেছনে রাজনৈতিক কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, বিধানসভা ভোটের আগে ওয়াজুলের ভাই গুড্ডু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। গুড্ডুর স্ত্রী নাসরিন খাতুন এক সময় হাওড়া পৌরসভার তৃণমূল কাউন্সিলর ছিলেন।

এর আগে গত রোববার সন্ধ্যায় জলপাইগুড়ির রাজগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তৃণমূলের এসসি, এসটি, ওবিসি সেলের বলরাম অঞ্চলের বুথ সভাপতি মহম্মদ সোলেমান। অন্য দিকে শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান দক্ষিণ ২৪ পরগনার নিকারিঘাটা অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি মহরম শেখ। এবার আরও একটি হত্যাকাণ্ড ঘটল।

সূত্র : আনন্দ বাজার

এসকেডি