আরও ১০০ কোটি ডলারের মলনুপিরাভির কিনছে যুক্তরাষ্ট্র
দেশের করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য মার্কিন ওষুধ কোম্পানি মের্কের কাছ থেকে আরও ১৪ লাখ কোর্স মলনুপিরাভির পিল কিনছে যুক্তরাষ্ট্র। এই বাবদ দেশটির সরকার কোম্পানিকে অতিরিক্ত ১০০ কোটি ডলার পরিশোধ করবে।
মঙ্গলবার মের্ক ও তার অংশীদার প্রতিষ্ঠান রিজব্যাক বায়োথেরাপেটিক্সের বিবৃতির বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
চলতি বছর জুনে ১২০ কোটি ডলারের বিনিময়ে ১৭ রাখ হাজার কোর্স করোনা পিল কিনতে প্রথমবারের মতো মের্কের সঙ্গে চুক্তি করেছিল যুক্তরাষ্ট্রের সরকার। এবার এ বিষয়ক দ্বিতীয় দফার চুক্তিতে গেল উভয়পক্ষ।
দুই দফার চুক্তিতে মের্কের কাছ থেকে মোট ৩১ কোর্স করোনার মুখে খাওয়ার ওষুধ কিনছে যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন সরকারের ব্যয় করতে হচ্ছে মোট ২২০ কোটি ডলার।
অবশ্য কেনার আগে ব্যাপকভাবে এই ওষুধটির কার্যকারিতা যাচাই করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি।
মঙ্গলবারের বিবৃতিতে মের্কের হিউম্যান হেলথ বিজনেস শাখার প্রেসিডেন্টট ফ্র্যাঙ্ক ক্লাইবার্ন বলেন, ‘করোনা মহামারি অবসানে টিকার পাশাপাশি অত্যন্ত কার্যকর সহায়ক ভূমিকা রাখতে সক্ষম মলনুপিরাভির।’
যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ কোম্পানি মের্কের তৈরি অ্যান্টিভাইরাল করোনা পিল মলনুপিরাভির করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৫০ শতাংশ হ্রাসের পাশপাশি করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম।
এই অ্যান্টিভাইরাল ওষুধটির সম্পর্কে বার্তাসংস্থা রয়টার্সকে মের্কের কর্মকর্তারা জানিয়েছেন, মলনুপিরাভির মানবদেহের প্রবেশকারী করোনাভাইরাসের জেনেটিক কোডে সমস্যা সৃষ্টি করে ভাইরাসটির বংশবৃদ্ধি প্রায় স্থবির করে দেয়; আর তার ফলেই কমতে থাকে করোনায় আক্রান্ত রোগীর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ও এ রোগে মারা যাওয়ার সম্ভাবনা।
কর্মকর্তারা আরও বলেন, বাজারে বর্তমানে করোনা চিকিৎসার জন্য যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে, সেগুলোর মূল কাজ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা, ভাইরাসকে অকার্যকর করা নয়।
এক্ষেত্রে মলনুপিরাভিরই বিশ্বে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ওষুধ, যেটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি ভাইরাসের প্রজনন ক্ষমতা অকার্যকর করতে সক্ষম।
জাতিসংঘভিত্তিক সংস্থা দ্য গ্লোবাল মেডিসিন পেটেন্ট পুলের (এমপিপি) নির্বাহী পরিচালক চার্লস গোর এক বিবৃতিতে এই ওষুধটি সম্পর্কে বলেন, ‘মলনুপিরাভির সম্পর্কে যেসব তথ্য আমাদের কাছে এসেছে, সেসব যাচাই করার পর এই ওষুধটিকে মানসম্পন্ন বলেই মনে হয়েছে আমাদের কাছে।’
এসএমডব্লিউ