নাইজেরিয়ায় বহুতল ভবন ধস, হতাহতের আশঙ্কা
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার রাজধানী লাগোসে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে শ্রমিক আটকে পড়ায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার নির্মাণাধীন ওই ভবন ধসে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
লাগোসের ইকোয়িতে নির্মাণাধীন ওই ভবন ধসে পড়েছে বলে সেখানকার দু’জন নির্মাণ শ্রমিক জানিয়েছেন। তারা বলেছেন, ভবনটির অনেক ফ্লাটের নির্মাণের কাজ চলছিল। ভবন ধসে পড়ার সময় সেখানে প্রায় ১০০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। ভবন নির্মাণের নীতিমালা খুব কমই মানা হয় দেশটিতে। এছাড়া ভেজাল ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও প্রায়ই পাওয়া যায়।
— BBC News Africa (@BBCAfrica) November 1, 2021
ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ধসের সময় সেখানে অনেক কর্মী ছিলেন। তবে কী কারণে এই ভবন ধসের ঘটনা ঘটেছে সেটি তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।
লাগোসের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ভবন ধসের পর সেখানে জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারীদের মোতায়েন করা হয়েছে। এছাড়া জীবনরক্ষাকারী এবং ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া লোকজনকে শনাক্তের সরঞ্জাম পাঠানো হয়েছে।
সূত্র: রয়টার্স।
জেডএস/এসএস