ভারতে আত্মহত্যায় শীর্ষে মহারাষ্ট্র, চারে পশ্চিমবঙ্গ
চলতি বছরের প্রথম দশ মাসে ভারতে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। তবে এক্ষেত্রে উন্নতি হয়েছে পশ্চিমবঙ্গের। গত তিন বছর রাজ্যটি একটানা তৃতীয় স্থানে থাকলেও সর্বশেষ পরিসংখ্যানে চতুর্থ স্থানে নেমে গেছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভারতের জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করে। তথ্য বলছে, পশ্চিমবঙ্গে গত এক বছরে কৃষক বা কৃষির সঙ্গে জড়িত কোনো ব্যক্তি আত্মহত্যা করেননি।
বিজ্ঞাপন
আত্মহত্যা নিয়ে ভারতের ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, গত দশ মাসে ভারতে ১ লাখ ৫৩ হাজার ৫২ জন আত্মহত্যা করেছেন। যা গত বছরের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। আত্মহত্যার মোট সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে গত দশ মাসে আত্মহত্যা করেছেন ১৯ হাজার ৯০৯ জন।
অন্যদিকে চতুর্থ স্থানে থাকা পশ্চিমবঙ্গে গত দশ মাসে আত্মহত্যা করেছেন ১৩ হাজার ১০৩ জন। যা ভারতের মোট আত্মহত্যার ৮ দশমিক ৬ শতাংশ।
আত্মহত্যার মূল কারণগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, পারবারিক কলহের কারণে ৩৩ দশমিক ৬ শতাংশ আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১৮ শতাংশ মানুষ শারীরিক অসুস্থতা সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তেমনই বিয়ে ও প্রেমজনিত কারণে আত্মহত্যা করেছেন যথাক্রমে ৫ ও ৪ দশমিক ৪ শতাংশ মানুষ। পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ১ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী।
জীবিকার দিক থেকে দেখলে গত ১০ মাসে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন দিন মজুরেরা। তাদের আত্মহত্যার হার ২৪ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গৃহবধুরা, হার ১৪ দশমিক ৬ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, যারা আত্মহত্যা করছেন, তাদের মধ্যে অবিবাহিত পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি। চলতি বছরে প্রায় ২৫ হাজার অবিবাহিত মানুষ আত্মহত্যা করেছেন। বিপরীতে অবিবাহিত নারীদের আত্মহত্যার সংখ্যা ১১ হাজারের কাছাকাছি।
পুরুষদের মধ্যে ১৮-৩০ বছর এবং ৩০-৪৫ বছরের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রায় সমান। দু’টি বয়সের বিভাগে আত্মহত্যা করেছেন যথাক্রমে ৩৪ হাজার ৬২৯ জন ও ৩৬ হাজার ৫২৫ জন। সেখানে ১৮-৩০ বছরের তরুণী ও নারীরা চলতি বছর সবচেয়ে বেশি সংখ্যায় আত্মহত্যা করেছেন। সংখ্যাটি হলো ১৮ হাজার ৭৩।
এছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি, হার ২৩ দশমিক ৪ শতাংশ। আর যারা এমবিএ-র মতো প্রফেশনাল কোর্স করেছেন, তাদের ক্ষেত্রে আত্মহত্যার হার সবচেয়ে কম, হার মাত্র ০.৩ শতাংশ।
টিএম