করোনাভাইরাস মহামারিতে বন্ধ হয়ে যাওয়া ভারতের রাজধানী নয়াদিল্লির সব স্কুল আগামী সোমবার থেকে খুলছে। তবে স্কুল খুললেও এক ক্লাসে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী অংশ নিতে পারবেন না বলে বুধবার দেশটির উপ-শিক্ষামন্ত্রী মনিশ সিসোদিয়া জানিয়েছেন।

তিনি বলেছেন, স্কুলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি হবে স্বেচ্ছামূলক। শ্রেণিকক্ষে স্বশরীরে ক্লাস শুরু হলেও অনলাইনে তা সম্প্রচার করা হবে। যে কারণে শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে অভিভাবকদেরও বাধ্য করা হবে না।

গত বছরের মার্চে করোনাভাইরাস মহামারির উত্থান এবং দেশজুড়ে লকডাউন জারির পর দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। সিসোদিয়া বলেন, একসঙ্গে শ্রেণিকক্ষে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত হতে দেওয়া হবে না। তবে স্কুলের কর্মকর্তা এবং কর্মচারীদের শতভাগ টিকা নিশ্চিত করতে হবে।

দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) এক বৈঠকে স্কুল খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 
সিসোদিয়া বলেছেন, স্কুলগুলোতে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

দিল্লির করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনার জন্য সম্প্রতি দেশটির রাজধানীতে বৈঠক করে ডিডিএমএ। ওই বৈঠকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্কুল খুলে দেওয়ার পাশাপাশি দিল্লির সব শপিং মলে প্রবেশ এবং মেট্রো ট্রেনে চলাচলের জন্য সবার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান।

মঙ্গলবারও দিল্লিতে নতুন করে ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া টানা চতুর্থ দিনের মতো দেশটির রাজধানীতে এই ভাইরাসে কারও প্রাণহানি ঘটেনি। 

সূত্র: এনডিটিভি।

এসএস