ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর ‘করোনাভাইরাসের টিকা নিলে এইডস হতে পারে’ বলে ভুয়া দাবির একটি ভিডিও সরিয়ে ফেলেছে ফেসবুক। কোনও ধরনের প্রমাণ ছাড়া করোনা টিকার বিষয়ে ভুয়া দাবির ভিডিওটি রোববার মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছে এই সামাজিক যোগাযােগ মাধ্যম।

সোমবার ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ‌‘কোভিড-১৯ টিকায় মানুষের মৃত্যু অথবা গুরুতর ক্ষতি হয়, এমন দাবি আমাদের নীতিমালা অনুমোদন দেয় না।’

এইচআইভি এবং এইডস (ইউএনএইডস) বিষয়ে জাতিসংঘের যৌথ কর্মসূচি অনুযায়ী, বিশ্বের স্বাস্থ্য নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়া করোনাভাইরাসের ভ্যাকসিন বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ; এমনকি যারা এইচআইভি সঙ্গী করে বসবাস করছেন তারাও। 

এর আগে, গত জুলাইয়ে ব্রাজিলের এই প্রেসিডেন্টের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও অপসারণ করে অ্যালফাবেট। ওই ভিডিওতে করোনাভাইরাসের বিরুদ্ধে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং আইভ্যারমেকটিন ব্যবহারের সুপারিশ করেছিলেন তিনি। যদিও চিকিৎসা বিজ্ঞানীরা বার বার সতর্ক করে দিয়েছেন যে, করোনার চিকিৎসায় এই দুই ওষুধের কার্যকারিতার প্রমাণ পাওয়া যায়নি।

তারপর থেকে নিজের সরাসরি সম্প্রচারিত বক্তৃতায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং আইভ্যারমেকটিনের নাম কখনোই উচ্চারণ করেননি বলসোনারো। ভিডিও মুছে ফেলা হতে পারে উল্লেখ করে ওষুধ দুটির নাম মুখে না নিলেও কোভিড-১৯ এর ‘প্রাথমিক চিকিৎসায়’ সেগুলো ব্যবহারের পরামর্শ দেন তিনি।

কোভিড-১৯ ভ্যাকসিনের সাথে এইডসের সম্পর্কের বিষয়ে বলসোনারোর যে ভিডিওটি মুছে ফেলা হয়েছে, সেটি গত বৃহস্পতিবার প্রথম সম্প্রচার করা হয়। ফেসবুক থেকে মুখে ফেলা হলেও সোমবার সেই ভিডিওটি ইউটিউবে দেখা গেছে।

সূত্র: রয়টার্স।

এসএস