করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ২৮ অক্টোবর থেকে ফের লকডাউন শুরু হচ্ছে রাশিয়ার রাজধানী মস্কোতে। বৃহস্পতিবার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

ঘোষণায় সোবিয়ানিন বলেছেন, লকডাউন চলাকালে মস্কোর সব দোকান, পানশালা, রেস্তোঁরা, থিয়েটার,সিনেমা হল, জাদুঘর, ব্যায়মাগারসহ জনসমাগম হয়- এমন সব স্থান বন্ধ থাকবে। খোলা থাকবে কেবল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকানগুলো।

লকডাউনের বিধিনিষেধ কত দিন চলবে, তা নির্দিষ্ট করেননি মস্কোর মেয়র; তবে বলেছেন, সংক্রমণ পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি ঘটলেই শিথিল করা হবে বিধিনিষেধ।

দৈনিক সংক্রমণে লাগাম দিতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ৭ দিনকে ‘কর্মহীন সপ্তাহ’ হিসেবে ঘোষণা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক ব্যতীত অন্যান্য পেশার মানুষকে এই সাতদিন কর্মস্থলে যেতে নিষেধ করা হয়েছে।

২০২০ সালে মহামারি শুরুর পর থেকে রাশিয়ার করোনা পরিস্থিতি বিপজ্জনক দিকে মোড় না নিলেও গত প্রায় এক মাস ধরে দেশটিতে বাড়ছে করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু। সরকারি তথ্য অনুযায়ী, গত এক মাস ধরে রাশিয়ায় প্রতিদিন গড়ে ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, আর এ রোগে মারা যাচ্ছেন গড়ে প্রায় ১ হাজার মানুষ।

রাজধানী মস্কো যেহেতু একইসঙ্গে দেশটির অর্থনীতি, বাণিজ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, তাই দেশটিতে দৈনিক সংক্রমণ-মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ ঘটছে এই শহরটিতে।

মহামারি শুরুর পর থেকে এ রোগে দৈনিক আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮০ লাখ ৯৪ হাজার ৮২৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ২ লাখ ২৬ হাজার ৩৫৩ জনের।

এসএমডব্লিউ