আফগানিস্তান ইস্যুতে ৭ দেশের বৈঠক ডেকেছে ইরান। আগামী ২৭ অক্টোবর এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে- ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সে বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই দেশগুলোর মধ্যে রাশিয়া ব্যতীত বাকি ছয়টি দেশের সঙ্গেই সীমান্ত রয়েছে আফগানিস্তানের।

আল জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ খাতিবজাদেহ বলেন, গত সেপ্টেম্বরের প্রথম দিকে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল এক বৈঠকে বসেছিল এই সাত দেশ। অক্টোবরের বৈঠকটি হবে তারই বর্ধিত অংশ।

তিনি বলেন, ‘বৈঠকে অংশ নেয়া ৭ টি দেশই আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার দেখতে চায়। এমন একটি সরকার যেখানে আফগানিস্তানে বসবাসরত সব জাতির প্রতিনিধিত্ব এবং নারীদের প্রতিনিধিত্ব থাকবে।

ইরান বরবরই আফগানিস্তানে অন্তর্ভুক্ত সরকার গঠনের পক্ষে বলে আসছে। কারণ, এই বিষয়টি শিয়া মুসলিম অধ্যুষিত ইরানের নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।

পাশাপাশি, পাঞ্জশির উপত্যকায় তালেবান বাহিনীর আগ্রাসন, আফগানিস্তানে শিয়া মসজিদে আইএস খোরাসানের হামলারও কঠোর নিন্দা জানিয়েছে ইরান।

আল জাজিরাকে খাতিবজাদেহ বলেন, তালেবানসহ আফগানিস্তানের সবগুলো ক্রিয়াশীল রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে ইরান।

‘আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই- আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রধান দায় তালেবানের। তার পাশপাশি, দেশটির শিয়া ও হাজারা সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও তাদের।’

এসএমডব্লিউ